বাংলা

ডিজনিতে কাজ করা চীনা অ্যানিমেটরগণ-China Radio International

criPublished: 2021-09-02 15:10:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানা গেছে, অস্কার বিজয়ী পরিচালক ডোন হোলের নেতৃত্বে ‘Raya and The Last Dragon’ চলচ্চিত্রের নির্মাণদলের মধ্যে মোট ৮ জন হচ্ছেন চীনের মুলভূভাগের চলচ্চিত্র কর্মী।

‘Raya and The Last Dragon’ নামে কার্টুন চলচ্চিত্রের স্পেশাল ইফেক্টস সুপারভাইজার থোং লে বলেন, চীনারা শৈশব থেকেই ড্রাগন সম্পর্কিত বিভিন্ন মূর্তি ও গল্পের সঙ্গে সুপরিচিত ছিলেন। তাই যখন তিনি ড্রাগন-সম্পর্কিত এই চলচ্চিত্র প্রযোজনায় অংশ নেন, তখন আন্তরিকভাবে কাজ করেছিলেন। কনসেপ্ট ম্যাপের উপর ভিত্তি করে স্ক্রিন ইফেক্ট তৈরি করা এবং জল, আগুন ও বিস্ফোরণের মতো সিমুলেশন ইফেক্টের একটি সিরিজ স্থাপন করা তার দায়িত্ব।

২০১৪ সালে হুনান প্রদেশ থেকে এসে ডিজনিতে যোগ দেন থোং লে। তিনি যথাক্রমে শেনইয়াং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করেন। তিনি Big Hero 6 সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন।

থোং লে বলেন, ‘Raya and The Last Dragon’ নামের এ কার্টুন চলচ্চিত্র আমি ও আমার এশিয়ান সহকর্মীরা বিশ্বজুড়ে এশিয়ান সংস্কৃতিকে পরিচয় করানোর সুযোগ পেয়েছি।

তিনি বিশেষভাবে পর্দার পিছনের একটি ফুটেজের কথা উল্লেখ করেন। ওই ছবিতে পোরিজ খাওয়ার একটি দৃশ্য আছে। এশিয়ানরা যে পোরিজ খায়, তা সম্পর্কে আমেরিকান সহকর্মীদের কোনও জ্ঞান নেই।

হুয়াং মিন ও থোং লে বলেন, হলিউডে কাজ করা বিদেশি হিসেবে তারা ভাষার মাধ্যমে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বোঝাপড়াসহ অনেক অসুবিধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে বাধ্য। কিন্তু তারা বিশ্বাস করেন যে, যোগাযোগ যত গভীর হবে, হলিউড ও বিশ্ব চলচ্চিত্র মঞ্চে তত বেশি চীনা চলচ্চিত্র নির্মাতাদের দেখা যাবে।

হুয়াং মিন ও থোং লে ২০১৯ সালে ‘Wreck-It Ralph-২’ চলচ্চিত্রে চমত্কার কাজ করেন। এ কারণে তারা আমেরিকান ভিজ্যুয়াল এফেক্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের সেরা পরিবেশগত ডিজাইন পুরস্কার এবং সেরা চরিত্রের স্পেশাল ইফেক্টস্ ডিজাইন পুরস্কারের জন্য মনোনীত হন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn