বাংলা

ডিজনিতে কাজ করা চীনা অ্যানিমেটরগণ-China Radio International

criPublished: 2021-09-02 15:10:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাম্প্রতিক বছরগুলোতে, ডিজনি ও চীনের সংশ্লিষ্ট পক্ষ যৌথভাবে চলচ্চিত্র বিনিময়ের ধারাবাহিক কার্যক্রমের আয়োজন করেছে। যার মধ্যে রয়েছে, টানা কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়ায় ডিজনির সদর দফতর পরিদর্শন এবং সেখানে প্রশিক্ষণ নেওয়া দশ জনেরও বেশি চীনা অ্যানিমেশন পরিচালক এবং প্রযোজকদের আমন্ত্রণ জানানো। পাশাপাশি বিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করতে ডিজনির উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও অ্যানিমেশন বিশেষজ্ঞদের আমন্ত্রণও জানানো প্রভৃতি। হুয়াং মিন এবং থোং লে ডিজনির সিনিয়র চলচ্চিত্র নির্মাতা হিসেবে অনেক কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

হুয়াং মিন বলেন, এসব বিনিময়ের মাধ্যমে দেশীয় অ্যানিমেশন শিল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার উপলব্ধি আরও গভীর হয়েছে। দেশীয় অ্যানিমেশনের অগ্রগতি সবার কাছে সুস্পষ্ট। পাশাপাশি চীনা চলচ্চিত্র নির্মাতাদের প্রচেষ্টার ফলে অসামান্য অগ্রগতিও অর্জিত হয়েছে।

থোং লে মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলচ্চিত্র বিনিময় জোরদার করা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য সহায়ক। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, দেশীয় অ্যানিমেশন মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে অনেক গল্প রয়েছে। চীনাদের গল্প বলার নিজস্ব পদ্ধতি আছে, হলিউডের পদ্ধতি অনুসরণ করারও দরকার নেই। যোগাযোগের মাধ্যমে সর্বশেষ চলচ্চিত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে আরও বেশি জানা এবং সেগুলো চলচ্চিত্রে ব্যবহার করা সম্ভব।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn