বাংলা

আইল্যান্ড কিপার-China Radio International

criPublished: 2021-07-07 15:02:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বছরের পর বছর সময় চলে যায়। দ্বীপ তদারক করার এই সাময়িক কাজ স্থায়ী দায়িত্বে পরিণত হয়।

২০১৮ সালের ২৭ জুলাই ওয়াং চি ছাই খাইশান দ্বীপের সিঁড়িতে মারা যান। মৃত্যুর পর তাকে ‘জাতীয় আউটস্ট্যান্ডিং কমিউনিস্ট পার্টির সদস্যের’ খেতাবে ভূষিত করা হয়। ২০১৯ সালে তাকে ‘জনগণের আদর্শ’- জাতীয় উপাধি দেওয়া হয়।

পরে সেই দ্বীপে তার স্ত্রীসহ অনেক সেনা মোতায়েন করা হয়। ৪২ বছর বয়সী ইয়েন বিং হচ্ছেন তৃতীয় দফায় মিলিশিয়া সেনাদের একজন। তিনি বলেন, ওয়াং চি ছাইয়ের দ্বীপ রক্ষার কাহিনী আমাকে মুগ্ধ করেছে। তার কাজ এগিয়ে নিতে আমি আমার নাম তালিকাভুক্ত করেছি। দ্বীপে বাস করার সময় আমিও গভীরভাবে ওয়াং চি ছাইয়ের একাকীত্ব ও নিঃসঙ্গতা অনুভব করেছি। দায়িত্বানুভূতিতে অবিচল থাকার কারণে তারা দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে দ্বীপ রক্ষা করতে পেরেছিলেন।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn