বাংলা

২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্র-China Radio International

criPublished: 2021-05-20 15:40:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘চীনের তথ্যচিত্র উন্নয়ন সংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ এ বলা হয়, সুস্বাদু খাবার প্রামাণ্যচিত্রে খুব জনপ্রিয় একটি বিষয়। ‘Once Upon a Bite’ নামক প্রামাণ্যচিত্রের দ্বিতীয় পর্বে অব্যাহতভাবে বিশ্বের সুস্বাদু খাবার অনুসন্ধানের অভিযান চালানো হয়।

বেইজিং নর্মাল ইউনিভার্সিটির তথ্যচিত্র কেন্দ্রের মহাপরিচালক চাং থোং তাও বলেন, বিগত এক বছরের দিকে ফিরে তাকালে মনে হয় যে, ভবিষ্যতে ব্র্যান্ডিং হবে প্রামাণ্যচিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।

‘চীনের তথ্যচিত্রের উন্নয়নসংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ থেকে জানা গেছে, বিগত এক বছরে নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ এবং প্রচার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন হয়েছে। বড় স্ক্রিনে বা ছোট স্ক্রিনে প্রামাণ্যচিত্র প্রচারের পার্থক্য ধীরে ধীরে কমছে। বিভিন্ন চ্যানেলের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরিবর্তন এবং সৃজনশীলতা প্রচারের কার্যকারিতাও বেড়েছে।

নেট প্রামাণ্যচিত্র প্লাটফর্মের সুবিধা ও গ্রাহকদের ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত ভিডিও তৈরির পদ্ধতিতে প্রামাণ্যচিত্রের বিষয় তুলে ধরায় দর্শকদের উপভোগের আগ্রহ সৃষ্টি হয়েছে। চিরাচরিত মূলধারার মিডিয়া মাইক্রো তথ্যচিত্রের নির্মাণ ও প্রচারের ওপর গুরুত্ব দিয়ে থাকে এবং মাইক্রো তথ্যচিত্রের থিমও সম্প্রসারণ করে। ‘আমি সেই মহান যুদ্ধে অংশ নিয়েছি’সহ বেশ কয়েকটি মাইক্রো প্রামাণ্যচিত্রে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

বলা যায়, নভেল করোনাভাইরাস মহামারীর কারণে প্রামাণ্যচিত্রের পরিবর্তন অনেক দ্রুত হয়েছে। তাই চীনের প্রামাণ্যচিত্র খাতকে এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে হবে। ইন্টারনেট-কেন্দ্রিক চিন্তাভাবনার মাধ্যমে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের ব্যবস্থা করা, ঐতিহ্যবাহী গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করা এবং নতুন ব্যবস্থা সম্প্রসারণ করা উচিত।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn