২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্র-China Radio International
বেইজিং নর্মাল ইউনিভার্সিটির তথ্যচিত্র কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ২০২১ সালের ২৭ এপ্রিল বেইজিংয়ে ‘চীনের তথ্যচিত্রের উন্নয়ন-সংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ প্রকাশ করেছে।
রিপোর্টে দেখা যায়, ২০২০ সালে একদিকে নভেল করোনাভাইরাস মহামারী, দারিদ্র্যমুক্তি এবং মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য করাসহ বিভিন্ন থিমকে কেন্দ্র করে নানা প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। অন্যদিকে বহুমুখী বিষয়কে ফোকাস করেও বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে।
গত বছর আকস্মিক মহামারীর কারণে প্রামাণ্যচিত্র পরিচালকরা নিজ নিজ ক্যামেরা দিয়ে মহামারীর পর সমাজের ওপর গভীর নজর রেখেছেন এবং ঐতিহাসিক তথ্য রেকর্ড করেছেন। তারা দর্শকদের চীনা সমাজ ও বাস্তবতা পর্যবেক্ষণের সুযোগ করে দিয়েছেন। তা ছাড়া, প্রামাণ্যচিত্রগুলো প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা এবং একযোগে মহামারী প্রতিরোধের ইতিবাচক শক্তি সংযোগ করেছে।
‘টেস্টিং টাইমস-২০২০’ নামের প্রামাণ্যচিত্রে মহামারী প্রতিরোধে চীনের সক্রিয় পদক্ষেপগুলো দেখানো হয়েছে। ‘(A Record of 80 Days in Jinyintan Hospital) এ রেকর্ড অব এইটি ডেস ইন চিনচিনথান হাসপাতাল’ প্রামাণ্যচিত্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন ও মৃত্যুর গল্প তুলে ধরা হয়, এতে সাধারণ বীর এবং মানুষের উজ্জ্বলতা প্রকাশিত হয়েছে; (Life Matters) লাইফ ম্যাটার্স শীর্ষক প্রামাণ্যচিত্র শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট স্থানে রেকর্ড করার পদ্ধতি জনগণকে মুগ্ধ করেছে। এসব প্রামাণ্যচিত্র ইতিহাস সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে।
জাতীয় বেতার ও টিভি সাধারণ ব্যুরোর প্রচার বিভাগের প্রধান মা লি বলেন, বিগত এক বছরে প্রামাণ্যচিত্র সম্পর্কিত ব্যক্তিবর্গ ব্যক্তিগত সমস্যা উপেক্ষা করে মহামারী প্রতিরোধের সম্মুখ সারিতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন মহলের জনগণের জীবনযাত্রা রেকর্ড করেছেন, বাস্তব ঘটনা প্রচার করেছেন এবং সামাজিক দায়িত্ব পালন করেছেন।