বাংলা

২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্র-China Radio International

criPublished: 2021-05-20 15:40:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মহামারীর পাশাপাশি, দারিদ্র্যমুক্তি, মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সহযোগিতা ছিল ২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি থিম।

‘২০২০ সালে আমাদের দারিদ্র্যমুক্তির গল্প’, ‘প্রতিশ্রুতি’ এবং ‘(Poverty alleviation in) পোভার্টি অ্যালিভেশন ইন’সহ বিভিন্ন শিল্পকর্মে নানা অঞ্চলের দরিদ্র্যমুক্তির গল্প বর্ণিত হয়েছে। এসব শিল্পকর্মে দৈনন্দিন বিস্তারিত তথ্যের মাধ্যমে সামাজিক পরিবর্তনগুলো রেকর্ড করা হয় এবং দারিদ্র্যমুক্তির মহান সাফল্য তুলে ধরা হয়।

‘শান্তির জন্য’ ও ‘হিরোস’সহ বিভিন্ন শিল্পকর্মে মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য দেওয়ার যুদ্ধকে কেন্দ্র করে চাইনিজ পিপলস ভলান্টিয়ার আর্মির লড়াই করার সাহস এবং ত্যাগকে ভয় না-করার চেতনা প্রতিফলিত হয়।

জাতীয় বেতার ও টিভি সাধারণ ব্যুরোর প্রচার বিভাগের প্রধান মা লি বলেন, প্রামাণ্যচিত্রের বাস্তবসম্মত শক্তি আছে এবং তা হলো যুগের উন্নয়নের বহিঃপ্রকাশ।

‘চীনের তথ্যচিত্রের উন্নয়নসংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ থেকে দেখা যায়, ২০২০ সালে চীনের সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রও অনেক বৈচিত্র্যময় ছিলো। ফলে প্রামাণ্যচিত্র খাত বিশেষ অবদান রেখেছে।

‘Like the Dyer's Hand’ নামের সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রে শাস্ত্রীয় কবিতা ইয়ে চিয়া ইংয়ের জীবন তুলে ধরা হয়েছে।

‘সাহিত্যের জন্মস্থান’ নামের প্রামাণ্যচিত্রে জন্মস্থানের বিশেষ দৃষ্টিকোণ থেকে মো ইয়েনসহ বেশ কয়েকজন চীনা লেখকের সাহিত্য রচনার প্রক্রিয়া তুলে ধরা হয়।

‘দৈনন্দিন সাহিত্য’ নামের প্রামাণ্যচিত্রে বন্ধুদের সঙ্গে লেখকের কথোপকথনের পদ্ধতিতে তাদের আধ্যাত্মিক বিশ্ব ফুটিয়ে তোলার গল্প বলা হয়।

ইতিহাস ও সংস্কৃতির প্রতি অনুসন্ধানের ক্ষেত্রে ‘চীন’ নামক তথ্যচিত্রের ১২টি পর্বে (The Spring and Autumn Period ) দ্য স্প্রিং অ্যান্ড ওটাম পিরিয়ড থেকে থাং রাজবংশ পর্যন্ত সভ্যতার অগ্রসরের প্রক্রিয়া তুলে ধরা হয়।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn