বাংলা

চীনের মুসলিম জাতি কাজাখ-China Radio International

criPublished: 2021-04-24 14:14:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নারীরা রঙিন লম্বা কুর্তি এবং কোটি পরে। তাদের পোশাকে থাকে বিশেষ ধরনের এমব্রয়ডারি যা গোলাপ ও নানা রঙের ফুল তোলা। মেয়েদের টুপি থাকে নকশা করা ও রঙিন।

সাধারণ সময়য়ে নারী পুরুষ উভয়েই সুতির কাপড় পরলেও উৎসবে তারা সিল্ক, সাটিন, ফারের তৈরি নকশাদার পোশাক পছন্দ করে।

কাজাখদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলো শিকার। ঈগল ও কুকুর তাদের খুব প্রিয় পোষ্য। ঈগলকে বাচ্চা বয়স থেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শিকারী করে গড়ে তোলে। কুকুরকেও। কাজাখদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত একটি ঈগলের অনেক দাম।

কাজাখদের নিজস্ব মসজিদ রয়েছে।তারা সুন্নি মুসলিম। তবে তারা প্রয়োজনে অন্য জাতির(উইগুর, হুই) মসজিদেও নামাজ পড়ে।

রোজার সময় তারা রোজা পালন করে এবং ঈদে আনন্দ উৎসব, গান বাজনা ও খানাপিনার আয়োজন করে।

শান্তা মারিয়া

ছবি: ইন্টারনেট

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn