চীনের মুসলিম জাতি কাজাখ-China Radio International
এপ্রিল ২৪, সিএমজি বাংলা ডেস্ক:চীনের ৫৬টি জাতির মধ্যে ১০টি জাতির মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এদের অন্যতম হলো কাজাখ জাতি। চীনের উইগুর স্বায়ত্বশাসিত প্রদেশ সিনচিয়াংয়ের মধ্যে কাজাখ স্বায়ত্বশাসিত এলাকা ও কাউন্টিতে তারা বসবাস করেন। কানসু ও ছিংহাই প্রদেশেও কাজাখ জাতির মানুষের বসবাস রয়েছে।
কাজাখরা মূলত তুর্কি বংশোদ্ভুত। আবহমান কাল ধরেই কাজাখরা মধ্যএশিয়া ও সিনচিয়াংয়ের স্তেপ চারণ ভূমিতে গোষ্ঠিবদ্ধভাবে বসবাস করে আসছে। খ্রিস্টের জন্মের আগে থেকেই কাজাখরা এ অঞ্চলে ছিল বলে ঐতিহাসিক গ্রন্থে লেখা রয়েছে। তখন তারা শামানিজম মেনে চলতো। তাদের নিজস্ব গোত্র ধর্ম ছিল। মধ্য সপ্তম ও অষ্টম শতকে মধ্য এশিয়ায় যখন ইসলাম প্রসারিত হয় তখন তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে গোত্রের নিজস্ব সংস্কৃতিও তারা অনুসরণ করতো, এখনও কিছু কিছু রীতিনীতি তারা পালন করে। মোংগোল আক্রমণের সময় কাজাখদের অনেক গোষ্ঠি পূর্ব ইউরোপেও চলে যায়।
বর্তমান কাজাখস্তানে (যা অষ্টাদশ শতকে জারশাসিত রুশ সাম্রাজ্যের অংশ ছিল) অধিসংখ্যক কাজাখদের আদিভূমি বলে মনে করা হলেও সিচিয়াংয়ের তৃণভূমিতেও কাজাখদের অনেক গোষ্ঠি স্মরণাতীতকাল থেকে বাস করছে। জারশাসনের সময়ও অনেক কাজাখ পালিয়ে সিনচিয়াংয়ে চলে আসে।
কাজাখরা একসময় ছিল যাযাবর। তারা মূলত ভেড়া, ছাগল, গরু ও ঘোড়া পালন করতো। তারা গ্রীষ্মে ও শীতে স্থান বদল করে অভ্যস্ত ছিল এবং তাঁবুতে বাস করতো। গ্রীষ্মে তারা বিস্তৃত চারণভূমি, স্তেপে পশু চরাতো আবার শীতে ফিরে আসতো ডেরাতে। তাদের তাঁবুর নাম ইয়ুর্ট। পশমের তৈরি মজবুত ইয়ুর্ট হলো শীতকালের উপযোগী। সিনচিয়াংয়ের বরফশীতল শীতকালের তারা নিম্নভূমিতে ইয়ুর্টে বাস করে। আবার গ্রীষ্মে চলে যায় উঁচু পাহাড়ি এলাকায়।