বাংলা

৪৫তম হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-China Radio International

criPublished: 2021-03-31 16:54:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বলা যায়, এইচএএফ গোটা এশীয় অঞ্চলে সবচে প্রভাবশালী ও সৃজনশীল চলচ্চিত্রের বিনিয়োগ প্লাটফর্ম হয়ে উঠেছে।

এইচএএফের ওয়েবসাইট থেকে জানা গেছে, চলতি বছর মোট ৪৮টি প্রকল্প ছিল। এর মধ্যে ৮টি হলো তথ্যচিত্র এবং অন্য ২০টি হলো ফিচার ফিল্ম। তথ্যচিত্রগুলোর মধ্যে মোট তিনটি হলো চীনা পরিচালকের শিল্পকর্ম। সেগুলোর মধ্যে সবচে আকর্ষণী একটি হলো পরিচালক ওয়াং বিং-এর পরিচালিত ‘I come from ikotun’। ikotun হলো নাইজেরিয়ার লেগোসের একটি ব্লকের নাম। এ তথ্যচিত্রে নভেল করোনাভাইরাস মহামারীর সময় নাইজেরিয়ার লেগোস এবং চীনের কুয়াংচৌ শহরের প্রধান চরিত্রগুলোর নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়।

২০টি ফিচার ফিল্মের মধ্যে চীনা ভাষায় তৈরি ফিল্মের সংখ্যা ১২টি। দেখা যায়, মহামারী চলচ্চিত্র নির্মাতাদের সৃষ্টির উত্সাহ থামিয়ে দিতে পারে নি। আমরা আশা করি, মহামারী খুব দ্রুত শেষ হবে এবং বিভিন্ন চলচ্চিত্র উত্সব যথাসময় প্রদর্শিত হবে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn