বাংলা

৪৫তম হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-China Radio International

criPublished: 2021-03-31 16:54:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আরোন কওয়াক নামে হংকংয়ের বিখ্যাত অভিনেতা ও গায়ক এবারের উত্সবের চলচ্চিত্র-দূতের দায়িত্ব পালন করেছেন। তার অভিনীত চলচ্চিত্র ‘Theory of Ambitions’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়। ২০১৭ সালে এ চলচ্চিত্রের শুটিং শুরু হয়। এরপর থেকে এ বিষয়ে খুব কম খবর পাওয়া যাচ্ছিল। এবারের ৪৫তম হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এ চলচ্চিত্রটির প্রদর্শন খুব প্রত্যাশিত ছিল। ‘Septet : The Story of Hong Kong’ নামে আরেকটি চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। এতে বহু বছর ধরে হংকংয়ের পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়। এ চলচ্চিত্রটি মুলভূভাগের বড় স্ক্রিনে প্রদর্শন করা হবে বলে আশা করা হচ্ছে।

‘Wheel Of Fortune And Fantasy’ নামে জাপানি এক চলচ্চিত্রের পরিচালক Ryûsuke Hamaguchi রিউসুকে হামাগুছি’র চলচ্চিত্র সমাপনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে। এ চলচ্চিত্র চলতি বছর বার্লিন চলচ্চিত্র উত্সবে ‘জুরি পুরষ্কার’ জয় করে। এ চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উত্সবে প্রদর্শনের পর দর্শক সমাদর পায়। আশা করা যায়, হংকংয়ে এ চলচ্চিত্রটি প্রদর্শনের পর খুব শিগগিরি চীনের মুলভূভাগের দর্শকরা তা দেখতে পাবে।

স্ট্যানলি কুয়ান কাম-পাং নামে হংকংয়ের পরিচালক এবারের চলচ্চিত্র উত্সবে বিশেষ গুরুত্ব পেয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার ৪০ বছরেরও বেশি সময়ে তিনি চীনা চলচ্চিত্র ইতিহাসের অসংখ্য ক্ল্যাসিকাল শিল্পকর্ম সৃষ্টি করেন এবং বহুবার আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে পুরস্কার লাভ করেন। এবারের চলচ্চিত্র উত্সবে তার ১৩টি চলচ্চিত্র প্রদর্শন কর হয়।

এবারের হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত মুভিগুলো দেখার পর এবার সবাই মিলে চলচ্চিত্র উত্সবের ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মূলধন বিনিয়োগের ওপর নজর দেবো।

চলচ্চিত্র খাতে এশীয় অঞ্চলে সবচে গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্লাটফর্ম হিসেবে হংকংয়ের এশীয় চলচ্চিত্র ফাউন্ডেশন বা এইচএএফ। এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে গোটা চীনা ভাষার অঞ্চলে অব্যাহতভাবে বিপুল পরিমাণ প্রকল্প সম্পন্ন করেছে। এর মধ্যে কিছু শিল্পকর্ম বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে লক্ষণীয় সাফল্য অর্জন করে, আর কিছু চলচ্চিত্র প্রদর্শনের পর বক্স অফিসে খুব আয় অর্জন করে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn