বাংলা

৪৫তম হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-China Radio International

criPublished: 2021-03-31 16:54:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে আমরা হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব বা এইচকেআইএফএফ-র ওপর দৃষ্টি দেবো।

বার্লিন চলচ্চিত্র উত্সব সবেমাত্র শেষ হয়েছে। এবার হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হচ্ছে। প্রতি বছরের মার্চ বা এপ্রিল মাসে চীনা ভাষার চলচ্চিত্রাঙ্গন তথা এশীয় অঞ্চলের সবচে গুরুত্বপূর্ণ কার্যক্রম এই হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। এতে বার্লিন চলচ্চিত্র উত্সবের পুরস্কার পাওয়া অনেক নতুন চলচ্চিত্র প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে। তাই বলা যায়, হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব চীনের সঙ্গে বিদেশি চলচ্চিত্র ও সংস্কৃতির বিনিময়ের গুরুত্বপূর্ণ সেতুর ভূমিকা পালন করে থাকে।

চমত্কার চলচ্চিত্র ও বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব অসংখ্য দেশি-বিদেশি চলচ্চিত্র অনুরাগী ও পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। তা ছাড়া, চলচ্চিত্র উত্সবের একটি অংশ হলো ‘ফায়ারবার্ড ফিল্ম অ্যাওয়ার্ডস’। এর আওতায় বিশ্বের নতুন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও শিল্পকর্ম নির্বাচিত হয়।

গত বছর নভেল করোনাভাইরাস মহামারীর কারণে হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব অফলাইনে চলচ্চিত্রের প্রদর্শনী বাতিল করতে বাধ্য হয়। চলতি বছর ভালোভাবে মহামারী নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে ৪৫তম হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। উত্সবটি প্রথমবারের মতো অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

এখনও সারা বিশ্বে মহামারীর ক্ষয়ক্ষতি চলছে। এর মধ্যেও ৪৫তম হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উত্সবে অনেক আকর্ষণীয় বিষয় রয়েছে। এবারের উত্সবে মোট ১৯৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এসব চলচ্চিত্র বিশ্বের ৫৮টি দেশ ও অঞ্চল থেকে এসেছে। যার সংখ্যা ২০১৯ সালের চেয়ে কিছুটা কম। ২০১৯ সালে ৪৩তম চলচ্চিত্র উত্সবের সময় মোট ২১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিলো।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn