বাংলা

নগ ম্যান তাত: হংকংয়ের একজন সম্মানজনক অভিনেতা-China Radio International

criPublished: 2021-03-25 12:35:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নগ ম্যান তাত ১৯৫২ সালে চীনের ফুচিয়েন প্রদেশের শিয়ামেন শহরে জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হংকংয়ে বসবাস করা শুরু করেন। ১৯৭৩ সালে তিনি হংকং টিভিবি সদস্য হওয়ার জন্য তৃতীয় প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন এবং শ্রেষ্ঠ ফলাফল নিয়ে সেখান থেকে স্নাতক ডিগ্রি পেয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদন শিল্পে পা রাখেন।

প্রশিক্ষণ ক্লাস থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি অনেক সহপাঠীদের মতো নানা রকমের চরিত্রে অভিনয় করা শুরু করেন এবং এর মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা চর্চা করতে থাকেন। ১৯৭৯ সালে চোর লাউ হেউং নামে টিভি নাটকের ‘হু থিয়ে হুয়া’ নামক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে গভীর দাগ কাটেন।

গত শতাব্দীর ৮০’র দশক থেকে নগ ম্যান তাত অভিনয়ের দক্ষতা নিয়ে গবেষণা করা শুরু করেন। চরিত্র খুব ছোট হলেও তিনি প্রতিটি চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করতেন।

চলচ্চিত্র ও টিভি নাট্যাঙ্গনে প্রবেশের প্রায় ৫০ বছরের মধ্যে নগ ম্যান তাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার প্রাণবন্ত অভিনয় অনেক চরিত্রকে জীবন্ত করে তুলেছে।

নগ ম্যান তাত মাঝেমাঝে বলতেন, ভালো একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকেরা চিরদিন একজন অভিনেতা বা অভিনেত্রীকে মনে রাখতে পারেন। চলচ্চিত্রে বা টিভি নাটকে ছোট চরিত্র নেই, আছে ছোট অভিনেতা। নগ ম্যান তাত মনে করতেন, প্রধান চরিত্র হোক বা পার্শ্ব চরিত্র হোক- সবই সমান গুরুত্বপূর্ণ।

চলচ্চিত্র ও টিভি অঙ্গনে নগ ম্যান তাত নিজের ক্যারিয়ারকে অনেক সম্মান করার কারণে বিখ্যাত হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে তিনি এই জগতের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সম্মানও অর্জন করতে সক্ষম হন। তিনি তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

‘ছাত্রজীবনে স্কুলে লেখাপড়ার সময় নগ ম্যান তাত অনেক মনোযোগী ছিলেন। পেশার সঙ্গে জড়িত সব কাজের ওপর গুরুত্ব দিতেন তিনি।’ নগ ম্যান তাতের সহপাঠীরা এভাবে তার মূল্যায়ন করেছিলেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn