বাংলা

নগ ম্যান তাত: হংকংয়ের একজন সম্মানজনক অভিনেতা-China Radio International

criPublished: 2021-03-25 12:35:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা নগ ম্যান তাত (Ng Man Tat) নামে হংকংয়ের জনৈক প্রয়াত অভিনেতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। যেসব চলচ্চিত্র অনুরাগীরা নগ ম্যান তাতকে পছন্দ করেন, তাকে আন্তরিকভাবে ‘তাত চাচা’ বলে ডাকেন।

গত ২৭ ফেব্রুয়ারি নগ ম্যান তাত রোগাক্রান্ত হয়ে হংকংয়ের ইউনিয়ন হাসপাতালে মারা যান। তার মৃত্যুর পর কয়েক দিন ধরে সমাজের বিভিন্ন মহলে শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ করা হয়।

হংকংয়ের টেলিভিশন ব্রডকাস্টস লিমিটেড তাঁর স্মরণে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে। তার অনেক বন্ধু অনুষ্ঠানে অংশ নেন এবং সবাই একসঙ্গে তার জীবনের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন।

প্রযোজক লিউ চিয়া হাও স্মরণ করে বলেন, আমার মনে আছে যে, তাত ভাই সবসময়ই নতুন অভিনেতা-অভিনেত্রীকে বলতেন, অভিনয়ের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটি হলো পার্টনারকে স্পষ্ট করে বোঝা, আরেকটি হলো অভিনয়ের ছন্দ বোঝা।

নগ ম্যান তাতের অনেক শিল্পকর্ম কয়েক প্রজন্মের মানুষের বড় হওয়ার সঙ্গে জড়িত। জনৈক অভিনেতা স্টিভেন চৌ’র সঙ্গে অভিনীত চলচ্চিত্রগুলো অনেকের মনে ক্ল্যাসিকাল শিল্পকর্ম হয়ে ওঠে।

‘শাওলিন সকার’ নামে চলচ্চিত্রটি ৬ লাখ হংকং ডলারের বেশি আয় করে বক্সঅফিসে তত্কালীন হংকংয়ের চলচ্চিত্রের রেকর্ড ভেঙ্গে দেয়।

চিং উয়াং হংকংয়ের একজন পরিচালক। ১৯৭৫ সালের একটি বিনোদনমূলক অনুষ্ঠান থেকে এই দু’জনের কাজ শুরু হয়। তখন নগ ম্যান তাত অনুষ্ঠানে প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে তার অতুলনীয় কমেডি সম্ভাবনার শক্তি তুলে ধরছিলেন। তারপর তাদের দুজনের সহযোগিতায় দশটিরও বেশি চলচ্চিত্র তৈরি হয়।

‘তাত ভাই ছিলেন সবচে ভালো পার্শ্ব অভিনেতা।’ পরিচালক চিং উয়াং বলেন, ‘তিনি নিজের অভিনীত সব ছোট চরিত্র আলোকিত করতে পারেন এবং তিনি শতভাগ ভালো একটি সবুজ শিল্পী হিসেবে কাজ করেছেন। এটাই খুব বিরল।’

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn