দক্ষিণ চীনে চলচ্চিত্রের নতুন আশা-China Radio International
‘হাইলিউড’ নির্মাণ করতে চাইলে পূর্ণাঙ্গ ও পরিপক্ব চলচ্চিত্র শিল্পের ব্যবস্থার পাশাপাশি, সংস্কৃতি নির্মাণে চলচ্চিত্রের ভূমিকাও পুরোপুরিভাবে প্রকাশিত হতে হবে। সাফল্যের সঙ্গে ‘হাইলিউড’ প্রতিষ্ঠা করতে চাইলে বাজারের সুশৃঙ্খল উন্নয়ন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের বিষয়ও থাকতে হবে। শ্রেষ্ঠ বিষয়ের পিছনে মেধাবীদের প্রশিক্ষণ ও লালন-পালন জরুরি। হাইনান চলচ্চিত্র উত্সবে নতুন প্রকল্পকে সমর্থন করা এবং নতুন সৃষ্টিকারীদের পুরস্কার দেওয়া হয়। এ বিষয়টি স্বীকার করতে হবে যে, চলচ্চিত্র হলো ব্যয়বহুল শিল্প। মানসিক ও সাংস্কৃতিক বিষয়ের সৃষ্টি ও প্রকাশনার দৃঢ় আর্থিক ভিত্তি থাকতে হবে।
চলচ্চিত্র উত্সব আয়োজন ও উন্নয়নের সঙ্গে সঙ্গে হাইনান চলচ্চিত্র উত্সব হাইনান প্রদেশের নতুন সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হয়ে উঠছে।