বাংলা

দক্ষিণ চীনে চলচ্চিত্রের নতুন আশা-China Radio International

criPublished: 2020-12-24 18:42:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘চলচ্চিত্রের বড় দেশ থেকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার গতি পরিবর্তন হয়নি। হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মাধ্যমে হাইনান চলচ্চিত্র ও টিভি নাটকসংক্রান্ত শিল্পের উন্নয়ন এবং অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চলের নির্মাণকাজে সাহায্য করার প্রবণতা পরিবর্তিত হয়নি।’

তৃতীয় হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে চীনের জাতীয় চলচ্চিত্র থিংক ট্যাংকের মহাসচিব হৌ কুয়াং মিং এসব কথা বলেছেন।

সার্বিক চলচ্চিত্রের কার্যক্রম হিসেবে চলচ্চিত্র উত্সব বরাবরই স্থানীয় চলচ্চিত্র ও টেলিভিশন সংস্কৃতি শিল্পকে বেগবান করার একটি পদ্ধতি। শুধু তাই নয়, চলচ্চিত্র উত্সব স্থায়ী সাংস্কৃতিক ল্যান্ডম্যার্কের সবচে ইতিবাচক প্রতীকও বটে। তাই হাইনান দ্বীপে অবাধ বাণিজ্য বন্দর নির্মাণের প্রেক্ষাপটে হাইনান দ্বীপের চলচ্চিত্র উত্সব চলচ্চিত্র শিল্পকে বেগবান করার গুরুত্বপূর্ণ পদ্ধতি। পাশাপাশি, মানসিক সংস্কৃতি নির্মাণের কাজ প্রতিষ্ঠার মূল পদ্ধতির মধ্যে অন্যতম এটি।

এ পর্যন্ত হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব মাত্র তিনবার অনুষ্ঠিত হয়েছে। তরুণ এ চলচ্চিত্র উত্সব সত্ত্বেও হাইনান দ্বীপের চলচ্চিত্র সংস্কৃতি ও শিল্পের কাঠামোর দিক থেকে চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে।

গত শতাব্দীর ৫০ থেকে ৭০ দর্শকে অনেক চলচ্চিত্র হাইনানে শুটিং করা হয়। এসব চলচ্চিত্র হাইনানের বিপ্লবী ইতিহাসের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়।

নতুন যুগে চলচ্চিত্র উন্নয়নের সময় হাইনানে চলচ্চিত্র নির্মাণের নতুন ঢেউ দেখা যায়। বিশিষ্ট ভৌগলিক সুবিধা এবং দর্শনীয় স্থানের সুযোগে আর্থিক নির্মাণের ভিত্তিতে হাইনান অনেক চলচ্চিত্র, টিভি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান শুটিংয়ের জায়গা হয়ে ওঠে।

ব্যাপক চলচ্চিত্র ও টিভিনাটক প্রকল্প স্থানীয় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের উন্নয়ন এগিয়ে নিতে সক্ষম হয়েছে। যেমন, চলচ্চিত্র ও টেলিভিশন ঘাঁটি এবং অ্যানিমেশন ঘাঁটি এখানে ধীরে ধীরে গড়ে উঠেছে। গত বছর হাইনান চলচ্চিত্র একাডেমির নির্মাণকাজও শুরু হয়েছে। ভবিষ্যতে এই স্থান চলচ্চিত্র ও টিভিনাটকসংশ্লিষ্ট মেধাবীদের প্রশিক্ষণের আকর্ষণীয় স্থানে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn