বাংলা

দক্ষিণ চীনে চলচ্চিত্রের নতুন আশা-China Radio International

criPublished: 2020-12-24 18:42:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেখা যায়, হাইনান চলচ্চিত্র ও টিভিনাটক শিল্পের নির্মাণকাজ প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে। ২০১৮ সালের এপ্রিল মাসে চীন সরকার হাইনান দ্বীপে অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চল প্রতিষ্ঠা করে। ‘চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ হাইনানের সার্বিক সংস্কার ও উন্মুক্তকরণকে সমর্থনের প্রস্তাবে’ সুস্পষ্টভাবে হাইনান দ্বীপে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব আয়োজনের জন্য সমর্থনের প্রস্তাব উত্থাপন করে। আর এভাবেই হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের গোড়াপত্তন হয়।

চলতি বছর হলো হাইনান চলচ্চিত্র উত্সব আয়োজনের তৃতীয় বছর। এটি মহামারীর পর শুরু হওয়া প্রথম হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। চলতি বছর মহামারি গোটা চলচ্চিত্র বাজারে আঘাত হেনেছে। এ অবস্থায় সময়মতো উত্সব আয়োজন চলচ্চিত্র বাজার পুনরুদ্ধারে শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে।

চলতি বছর চলচ্চিত্র উত্সবের বাজারে এই ইউনিটকে একটি উদাহরণ হিসেবে বলা যায়। H!Future নামে নতুনদের অ্যাওয়ার্ড, H!Action নামে ভেনচার ক্যাপিটাল ও H!Market নামে নেট চলচ্চিত্র সপ্তাহ ছাড়াও, আরো রয়েছে নতুন চলচ্চিত্র জনপ্রিয় করে তোলার ইউনিটসহ বেশ কয়েকটি কার্যক্রম। এসব কার্যক্রম বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্পের সংস্থাগুলোর জন্য চলচ্চিত্রের প্রকল্পের সহযোগিতা ও কপিরাইটের বাণিজ্যবিষয়ক আন্তর্জাতিক প্লাটফর্ম স্থাপন করার পাশাপাশি, নতুন চলচ্চিত্র প্রচারের প্লাটফর্মও সৃষ্টি করতে সক্ষম।

বাজারের উন্নয়ন বেগবান করা ছাড়াও, মানসিক সংস্কৃতির নির্মাণ হলো হাইনান চলচ্চিত্র উত্সবের সাংস্কৃতিক শিল্প উন্নয়নের আরেকটি প্রধান উদ্দেশ্য।

হাইনান প্রদেশের চলচ্চিত্র ব্যুরোর প্রধান ও হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মহাসচিব ফু শুয়েন কুও বলেন, যুক্তরাষ্ট্রের হলিউড আছে, ভারতের বলিউড আছে, ভবিষ্যতে আমাদের হাইলিউড কি হবে?

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn