পিএলএ’র শান্তি ও উন্নয়ন অন্বেষা
তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং অন্যান্য দেশের সামরিক বাহিনী অনেক অঞ্চলে সংঘাত ও যুদ্ধের কারণ হয়েছে, বিপরীতে পিএলএ’র সৈন্যরা, জাতিসংঘের নীল হেলমেট পরে, সংঘাতপূর্ণ এলাকায় শান্তিরক্ষা মিশন পরিচালনা করে। আমরা যুদ্ধ শুরু করি না, আমরা যুদ্ধ থামাই।”
চীনা সামরিক বাহিনী এডেন উপসাগর এবং সোমালি জলসীমায় নৌ এসকর্ট টাস্ক ফোর্স পাঠানো এবং অনুন্নত দেশগুলোতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য পিস আর্ক হাসপাতালের জাহাজসহ অন্যান্য উপায়ে তাদের অনুশীলন করে।
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এটি ২০০৮ সালে চালু হওয়ার পর থেকে, জাহাজটি একাধিকবার বিদেশে মানবিক চিকিৎসা মিশন পরিচালনা করেছে, ৪৬টি দেশ এবং অঞ্চল পরিদর্শন করেছে এবং ২ লাখ ৯০ হাজার জনেরও বেশি মানুষকে সেবা দিয়েছে এবং বোর্ডে ১ হাজার ৭০০টিরও বেশি অপারেশন পরিচালনা করেছে।
মাহমুদ হাশিম
সিএমজি বাংলা, বেইজিং।