সংবাদ পর্যালোচনা: চীনের চন্দ্রাভিযানে ছাংএ-৬ বিশ্ব রেকর্ড গড়েছে
ছাংএ্য-৪ উৎক্ষেপণ করা হয় ৭ই ডিসেম্বর, ২০১৮ সালে। যা চাঁদের অদৃশ্য পার্শ্বে প্রথম সফল অবতরণ করে এবং ২টি রোভার পরিচালনা করে। উল্লেখ্য যে, এটি ছিল বিশ্বের প্রথম মিশন যা চাঁদের অন্ধকার পার্শ্বে প্রথম অবতরণ করে। এরপর ২০২০ সালে ২৩ নভেম্বর ছাংএ্য-৫ উৎক্ষেপণ করা হয়। যা চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনে। এ মিশনে চাঁদ থেকে ২ কেজি রেগোলিথ সংগ্রহ করা হয় এবং সুষ্ঠুভাবে পৃথিবীতে ফেরত আনা হয়।
২০২৭ সালের মধ্যে ছাংএ্য-৭ ও ছাংএ্য-৮ উৎক্ষেপণ করা হবে। যা চাঁদের বেস নির্মাণের জন্য প্রযুক্তিগত পরীক্ষা চালাবে।
চীন মহাকাশ অভিযানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং চাঁদ অভিযানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। চাঁদ অভিযানের পাশাপাশি চীন মঙ্গল, বৃহস্পতির চাঁদ এবং অন্যান্য মহাকাশ গবেষণা মিশনেরও পরিকল্পনা করছে। চীনের মহাকাশ গবেষণার এই অগ্রগতি বৈশ্বিক মহাকাশ গবেষণায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।