সংবাদ পর্যালোচনা: চীনের চন্দ্রাভিযানে ছাংএ-৬ বিশ্ব রেকর্ড গড়েছে
সম্প্রতি চীনের ছাংএ্য-৬ রিটার্নারটি চাঁদের ‘অন্ধকার দিক’ থেকে প্রথমবারের মতো নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে, যা একটি বিশ্ব রেকর্ড। চাঁদ থেকে সংগৃহ করা নমুনা, যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের অনুষ্ঠান গত শুক্রবার বেইজিংয়ে আয়োজন করা হয়। গত ৪ঠা জুন চীনের ছাংএ্য-৬ প্রোবটি চন্দ্রপৃষ্ঠ থেকে উড্ডয়র করে। চাঁদ গবেষণায় চীনের অগ্রগতি বিশ্বের মহাকাশ গবেষণায় নতুন শক্তি যুগিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের অনুষ্ঠানে।
চাঁদের অন্ধাকার পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের বিষয়ে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর পিয়ান চিকাং বলেছেন, এই মিশনে ‘তিনটি প্রযুক্তিগত অগ্রগতি’ ও ‘একটি বিশ্ব রেকর্ড’ হয়েছে। ছাংএ্য-৬ মিশন চীনের মহাকাশ ইতিহাসে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত চন্দ্র অন্বেষণ মিশন। এটি চাঁদের ‘অন্ধকার দিক’ থেকে বিশ্বে প্রথম স্বয়ংক্রিয়ভাবে নমুনা সংগ্রহ করেছে। ছাংএ্য-৬ মিশন ইউরোপীয় মহাকাশ সংস্থা, ফ্রান্স, ইতালি ও পাকিস্তানের সাথে সহযোগিতা করেছে। এ মিশনে অনেক মূল্যবান বৈজ্ঞানিক তথ্য সংগৃহীত হয়েছে। এদিকে, ছাংএ্য-৬ মিশনের আওতায় চাঁদ থেকে সংগৃহীত নমুনা যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর উপলক্ষ্যে গত শুক্রবার বেইজিংয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ছাংএ্য-৬ মিশনের সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন। এতে মহাকাশ শিল্পের অগ্রগতির ব্যাপারে তাঁর নেতৃত্বে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে। চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনার ঘটনা বিশ্বে প্রথমবার হয়েছে। এটি মহাকাশবিজ্ঞান তথা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীনকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার পথে আরেকটি যুগান্তকারী সাফল্য।