অগ্রগতি অর্জন করেছে চীন-যুক্তরাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ গ্রুপ
মাদক নিয়ন্ত্রণে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা এগিয়ে যাচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধানদের গত নভেম্বরে সান ফ্রান্সিসকো বৈঠকের ঐকমত্য আন্তরিকভাবে বাস্তবায়ন করেছে এবং উভয় দেশের সংশ্লিষ্ট বিভাগ মাদক নিয়ন্ত্রণের সহযোগিতামূলক কাজ পুরোপুরিভাবে পুনরায় শুরু করেছে। চীনের জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের নির্বাহী উপ-পরিচালক ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর পরিচালক ওয়েই সিয়াও চুন গতকাল (বুধবার) বেইজিংয়ে এ তথ্য জানিয়েছেন। বর্তমানে উভয় পক্ষ বাস্তব নিয়ন্ত্রণ, তথ্য বিনিময়, কেস সহযোগিতাসহ নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। তিনটি ফেন্টানাইল প্রেকুরসুর যার ওপর মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়, সেগুলো তালিকায় রাখতে চীন প্রচার করছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া কয়েক মাসের মধ্যে সম্পন্ন করবে। নিচে এ বিষয়ে একটি বিশদ বিবরণ দেয়া হলো:
২৬ জুন আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ দিবস। এই উপলক্ষে চীনের জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয় বেইজিংয়ে ২০২৩ সালের চীনের মাদক পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে।
চীনের জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের নির্বাহী উপ-পরিচালক ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর পরিচালক ওয়েই সিয়াও চুন বলেন, বর্তমানে চীনের মাদক সমস্যা সাধারণতভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের শেষ পর্যন্ত মাদকাসক্তের সংখ্যা ছিল ৮ লাখ ৯৬ হাজার , যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।
অন্যদিকে একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে মাদক মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। চীনের মাদকবিরোধী কাজে অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে। তাই চীন বিশ্বব্যাপী সহ-শাসন মেনে চলে এবং মাদক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে।