বাংলা

চীন-রাশিয়া এক্সপো শুধু বাণিজ্য-বিনিয়োগই নয়, বন্ধুত্বও বাড়ায়

CMGPublished: 2024-05-19 18:16:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উত্তর চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চলছে ৮ম চীন-রাশিয়া এক্সপো। ১৬ মে শুরু হওয়া এক্সপোটি চলবে ২১ মে পর্যন্ত। চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং চীনে ১৬ ও ১৭ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় সফরের কারণে এবারের চীন-রাশিয়া এক্সপো পেয়েছে ভিন্ন মাত্রা।

হারবিন এক্সপোতে ৫ হাজারের বেশি বিদেশী ক্রেতা নিবন্ধন করেছেন এবং ৪৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। এক্সপোর প্রদর্শনী এলাকা ৩ লাখ ৮৮ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত। ১০টি সেক্টর থেকে ২০টিরও বেশি প্রধান বিভাগে ৫ হাজারটিরও বেশি পণ্য প্রদর্শন করা হচ্ছে এক্সপোতে।

চীনে ব্যবসা করার ভালো অভিজ্ঞতা রয়েছে ইউনাইটেড কনফেকশনারি (ইউনিকনফ) চায়না সাবসিডিয়ারি কোম্পানির জেনারেল ম্যানেজার ইভগেনি বাজভের। তিনি জানান, এবার তারা শুধু চকলেট নয়, কফি এবং রাশিয়ান ডেজার্ট নিয়ে এসেছেন এক্সপোতে। তাদের ক্যাফেটি স্থায়ী প্রদর্শনী এলাকায় অবস্থিত।

চীনা ভাষায় পারদর্শী বাজভ বলেন, “এক্সপোটি চীনে ক্যাফে ব্যবসা চালু করার একটি ভালো সুযোগ। আমরা এই বছর হারবিনে ১০টি অ্যালিয়ঙ্কা ক্যাফে খোলার পরিকল্পনা করছি। শহরটির চীন-রাশিয়া বিনিময়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এখানকার মানুষ ঐতিহ্যবাহী রাশিয়ান খাবার খুব পছন্দ করেন।”

তিনি বলেন, ইউনিকনফ রাশিয়ান মিষ্টান্নের বাজারে শীর্ষস্থানীয়। কোম্পানিটি চকলেট ব্র্যান্ড অ্যালিয়ঙ্কাসহ বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ডের মালিক।

চীন বর্তমানে অ্যালিয়ঙ্কা চকোলেটের জন্য পঞ্চম বৃহত্তম রপ্তানি বাজার। এখনও এ বাজার বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে৷ সংস্থাটি চীনা গ্রাহকদের পছন্দের কথা ভেবে বেশ কয়েকটি নতুন পণ্য তৈরি করেছে। যেমন কম চিনি এবং উচ্চ কোকো উপাদানযুক্ত চকলেট।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn