প্যারিসে চীন-ফ্রান্স যুব-সংলাপ প্রসঙ্গ
প্যারিস জাতিসংঘ স্কুল কমিটির চেয়ারম্যান বলেন, “ফ্রান্স ও চীনের মধ্য দূরন্ত্ব হাজার হাজার মাইলের হলেও, সুদীর্ঘকালের সংস্কৃতি ও ইতিহাস পরস্পরকে আকর্ষণ করে। চলতি বছর দু’দেশের মধ্যে সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতায় আরও বেশি সাফল্য অর্জিত হবে বলে আশা করা যায়। বর্তমানে দু’পক্ষ স্পষ্টভাবেই দেখছে যে, বিশ্ব জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে; তারা ‘প্যারিস চুক্তি’ এবং ‘জীববৈচিত্র্য কনভেশন’-এর জন্য নিজেদের প্রচেষ্টাও চালিয়েছে। জাতিসংঘকে কেন্দ্র করে, আন্তর্জাতিক ব্যবস্থার সম্মান ও রক্ষার কাজ করে যাচ্ছে দু’দেশ। দু’দেশের তরুণ-তরুণীদের একতার শক্তি বিশাল ও প্রবল। ঐক্যের মাধ্যমেই কেবল আরও সুন্দর বিশ্ব গড়ে তোলা যাবে এবং আরও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা যাবে।”
কার্যক্রম চলাকালে সিএমজি ও প্যারিস রাজনীতি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির মধ্যে, ‘সিএমজি ও প্যারিস রাজনীতি বিশ্ববিদ্যালযের প্রাক্তন ছাত্র সমিতির সহযোগিতামূলক সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়।