বাংলা

প্যারিসে চীন-ফ্রান্স যুব-সংলাপ প্রসঙ্গ

CMGPublished: 2024-05-06 16:34:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফ্রান্স সফরে যান স্থানীয় সময় ৫ মে। এদিন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), প্যারিস রাজনীতি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন, এবং চীনের চিনান বিশ্ববিদ্যালয়, যৌথভাবে প্যারিসে আয়োজন করে ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও চীন-ফ্রান্স যুব-সংলাপ’ শীর্ষক সেমিনারের।

চীনের সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং, প্রাক্তন ফরাসি প্রতিমন্ত্রী, সংস্কৃতি ও শিক্ষামন্ত্রী, প্রাক্তন ফরাসি রাষ্ট্রদূত সিলভি বারম্যান, প্যারিস রাজনীতি বিশ্ববিদ্যালয় এলামনাই-এর প্রতিনিধি ও ফ্রান্সের ন্যাশনাল একাডেমি অফ টেকনোলজিসের শিক্ষাবিদ, এবং প্যারিসে জাতিসংঘের আন্তঃবিশ্ববিদ্যালয় কমিটির চেয়ারম্যান সেমিনারে উপস্থিত ছিলেন।

ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির ফ্রান্স-চীন ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্ট ও ফরাসি সিনেটের ফ্রান্স-চীন ফ্রেন্ডশিপ গ্রুপের সিনেটর বৈঠকে অংশগ্রহণকারীদের সামনে একটি বিশেষ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। প্রতিবেদনে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়। এতে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দু’দেশের যুবসমাজের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো এবং চীন-ফ্রান্স বন্ধুত্বকে মজবুত করার কথা বলা হয়েছে।

এ সময় শেন হাই শিয়োং বলেন, ৬০ বছর আগে চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, উভয় দেশ পরস্পরকে সম্মান দিয়ে এসেছে এবং দু’দেশের সহযোগিতায় বিশেষ সাফল্যও অর্জিত হয়েছে। চীন ও ফ্রান্সের যুবসমাজ মানবজাতির অভিন্ন ভবিষ্যতের জন্য অবদান রাখবে বলে আশা করা যায়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn