বাংলা

তৃতীয় সিএমজি ফোরাম বেইজিংয়ে উদ্বোধন

CMGPublished: 2024-04-30 15:00:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ৩০: চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে তৃতীয় বিশ্ব গণমাধ্যম উদ্ভাবন ফোরাম অর্থাত্ তৃতীয় সিএমজি ফোরাম গতকাল (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবার ফোরামের প্রতিপাদ্য হল ‘"ভালোর দিকে বুদ্ধিমত্তা, দায়িত্ব ভাগাভাগি করা-কৃত্রিম বুদ্ধিমত্তা গণমাধ্যম পরিচালনা"। আন্তর্জাতিক সংস্থা, চীনা ও বিদেশের প্রধান প্রধান গণমাধ্যম সংস্থা, চীনা ও বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক, আন্তঃদেশীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য মহলের দুই শতাধিক প্রতিনিধি অনলাইন ও অফলাইনে এতে অংশ নিয়েছেন।

চীনের উপ প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়ুং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ চেতনার নির্দেশনায়, সিএমজি চীনের প্রথম এআই মাইক্রো-শর্ট ড্রামা "চীনা মিথোলজির" মতো এআই প্রোগ্রামগুলোর একটি সিরিজ রচনা করেছে। নতুন মানের উত্পাদন শক্তি এবং নতুন মানের প্রচার শক্তির সাথে সাহিত্য ও শৈল্পিক রচনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের একটি নতুন জগৎ খুলে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন এবং অগ্রগতি শুধু মানবসভ্যতার বিকাশ ও অগ্রগতির পথই দেখায় না, বরং পরিবর্তনশীল বিশ্বে অনিশ্চয়তাও তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবণতার মুখোমুখি হলে, আমাদের উচিত উপযোগী পরিবর্তন গ্রহণ করা। আমাদের অবশ্যই ভালো কাজে বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে এবং যৌথভাবে মূল্যবান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে হবে। আমাদের অবশ্যই নিরাপত্তা এবং নিয়ন্ত্রণযোগ্যতা মেনে চলতে হবে এবং যৌথভাবে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে হবে। আমাদের অবশ্যই বহুদলীয় পরিচালনা মেনে চলতে হবে এবং যৌথভাবে টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তুলতে হবে। সিএমজি বিশ্বজুড়ে বন্ধুদের সঙ্গে একে অপরের কাছ থেকে শিখতে, যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অসীম সম্ভাবনা অন্বেষণ করতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরও ইতিবাচক শক্তি যোগাতে ইচ্ছুক।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn