বাংলা

তৃতীয় সিএমজি ফোরাম বেইজিংয়ে উদ্বোধন

CMGPublished: 2024-04-30 15:00:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ৩০: চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে তৃতীয় বিশ্ব গণমাধ্যম উদ্ভাবন ফোরাম অর্থাত্ তৃতীয় সিএমজি ফোরাম গতকাল (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবার ফোরামের প্রতিপাদ্য হল ‘"ভালোর দিকে বুদ্ধিমত্তা, দায়িত্ব ভাগাভাগি করা-কৃত্রিম বুদ্ধিমত্তা গণমাধ্যম পরিচালনা"। আন্তর্জাতিক সংস্থা, চীনা ও বিদেশের প্রধান প্রধান গণমাধ্যম সংস্থা, চীনা ও বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক, আন্তঃদেশীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য মহলের দুই শতাধিক প্রতিনিধি অনলাইন ও অফলাইনে এতে অংশ নিয়েছেন।

চীনের উপ প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়ুং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ চেতনার নির্দেশনায়, সিএমজি চীনের প্রথম এআই মাইক্রো-শর্ট ড্রামা "চীনা মিথোলজির" মতো এআই প্রোগ্রামগুলোর একটি সিরিজ রচনা করেছে। নতুন মানের উত্পাদন শক্তি এবং নতুন মানের প্রচার শক্তির সাথে সাহিত্য ও শৈল্পিক রচনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের একটি নতুন জগৎ খুলে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন এবং অগ্রগতি শুধু মানবসভ্যতার বিকাশ ও অগ্রগতির পথই দেখায় না, বরং পরিবর্তনশীল বিশ্বে অনিশ্চয়তাও তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবণতার মুখোমুখি হলে, আমাদের উচিত উপযোগী পরিবর্তন গ্রহণ করা। আমাদের অবশ্যই ভালো কাজে বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে এবং যৌথভাবে মূল্যবান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে হবে। আমাদের অবশ্যই নিরাপত্তা এবং নিয়ন্ত্রণযোগ্যতা মেনে চলতে হবে এবং যৌথভাবে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে হবে। আমাদের অবশ্যই বহুদলীয় পরিচালনা মেনে চলতে হবে এবং যৌথভাবে টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তুলতে হবে। সিএমজি বিশ্বজুড়ে বন্ধুদের সঙ্গে একে অপরের কাছ থেকে শিখতে, যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অসীম সম্ভাবনা অন্বেষণ করতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরও ইতিবাচক শক্তি যোগাতে ইচ্ছুক।

আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটি চেয়ারম্যান থমাস বাখ ভিডিও বার্তায় বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র ব্যাপকভাবে প্রভাবিত করছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি ‘অলিম্পিকের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ডা’ প্রকাশ করেছে, তা ক্রীড়া ও অলিম্পিক গেমসে এআই-এর ব্যবহারে দিকনির্দেশনা দিয়েছে। সিএমজি সবসময় আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটির অতুলনীয় অংশীদার। সিএমজির মাধ্যমে কোটি কোটি চীনা দর্শক ক্রীড়ার আকর্ষণশক্তি উপভোগ করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিএমজিকে অলিম্পিকের কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত উন্মোচন করার আমন্ত্রণ জানাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রীড়ার মাধ্যমে বিশ্বকে আরো সুন্দর করতে চাইলে আমাদের আরো দ্রুত এগিয়ে যেতে হবে, এবং যৌথভাবে চেষ্টা করতে হবে।

বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থার মহাপরিচালক তেং হুং সেন ভিডিও বার্তায় বলেন, চীন সর্বদাই উদ্ভাবন ও সৃষ্টির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেমন সিল্ক, কাগজ তৈরি, মুদ্রণ ও কম্পাসের মতো প্রাচীন আবিষ্কার থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিগত অগ্রগতি যেমন রোবোটিক্স, টেলিযোগাযোগ এবং সবুজ প্রযুক্তি। তাই, এটি আশ্চর্যের কিছু নয় যে, চীন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বিশ্বের নেতা হয়ে উঠছে। বিশ্ব মেধাস্বত্ব সংস্থা কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ এবং ঝুঁকির মধ্যে ভারসাম্য নিশ্চিত করা যায় তার প্রতি গভীর মনোযোগ দেয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার করা হয় তা নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফোরামের একটি গুরুত্বপূর্ণ সুফল হিসেবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় গণমাধ্যমের কার্যক্রম উদ্যোগ’ প্রকাশিত হয়। উদ্যোগটি যৌথভাবে সিএমজি এবং এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন, আরব ব্রডকাস্টিং ইউনিয়ন, আফ্রিকান ব্রডকাস্টিং ইউনিয়ন, ইউরোপীয় নিউজ এক্সচেঞ্জ ইউনিয়ন, ল্যাটিন আমেরিকান প্রেস ইউনিয়ন ইত্যাদি আন্তর্জাতিক গণমাধ্যম চালু করেছিল।

Share this story on

Messenger Pinterest LinkedIn