তৃতীয় সিএমজি ফোরাম বেইজিংয়ে উদ্বোধন
আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটি চেয়ারম্যান থমাস বাখ ভিডিও বার্তায় বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র ব্যাপকভাবে প্রভাবিত করছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি ‘অলিম্পিকের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ডা’ প্রকাশ করেছে, তা ক্রীড়া ও অলিম্পিক গেমসে এআই-এর ব্যবহারে দিকনির্দেশনা দিয়েছে। সিএমজি সবসময় আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটির অতুলনীয় অংশীদার। সিএমজির মাধ্যমে কোটি কোটি চীনা দর্শক ক্রীড়ার আকর্ষণশক্তি উপভোগ করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিএমজিকে অলিম্পিকের কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত উন্মোচন করার আমন্ত্রণ জানাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রীড়ার মাধ্যমে বিশ্বকে আরো সুন্দর করতে চাইলে আমাদের আরো দ্রুত এগিয়ে যেতে হবে, এবং যৌথভাবে চেষ্টা করতে হবে।
বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থার মহাপরিচালক তেং হুং সেন ভিডিও বার্তায় বলেন, চীন সর্বদাই উদ্ভাবন ও সৃষ্টির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেমন সিল্ক, কাগজ তৈরি, মুদ্রণ ও কম্পাসের মতো প্রাচীন আবিষ্কার থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিগত অগ্রগতি যেমন রোবোটিক্স, টেলিযোগাযোগ এবং সবুজ প্রযুক্তি। তাই, এটি আশ্চর্যের কিছু নয় যে, চীন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বিশ্বের নেতা হয়ে উঠছে। বিশ্ব মেধাস্বত্ব সংস্থা কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ এবং ঝুঁকির মধ্যে ভারসাম্য নিশ্চিত করা যায় তার প্রতি গভীর মনোযোগ দেয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার করা হয় তা নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফোরামের একটি গুরুত্বপূর্ণ সুফল হিসেবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় গণমাধ্যমের কার্যক্রম উদ্যোগ’ প্রকাশিত হয়। উদ্যোগটি যৌথভাবে সিএমজি এবং এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন, আরব ব্রডকাস্টিং ইউনিয়ন, আফ্রিকান ব্রডকাস্টিং ইউনিয়ন, ইউরোপীয় নিউজ এক্সচেঞ্জ ইউনিয়ন, ল্যাটিন আমেরিকান প্রেস ইউনিয়ন ইত্যাদি আন্তর্জাতিক গণমাধ্যম চালু করেছিল।