পশ্চিমের কেউ কেউ আবার হংকং কার্ড খেলছেন: সিএমজি সম্পাদকীয়
মার্চ ২১: গত মঙ্গলবার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন পরিষদ সর্বসম্মতিক্রমে ‘হংকং জাতীয় নিরাপত্তা রক্ষা’ বিল পাস করার এবং হংকং মৌলিক আইনের ২৩ ধারা কার্যকর হওয়ার পর ব্রিটিশ পররাষ্ট্র ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট ডেভিড ক্যামেরনসহ পশ্চিমের কিছু লোক এবং ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল হংকং জাতীয় নিরাপত্তা আইনের ওপর আক্রমণ চালাতে শুরু করেছে। তারা ‘স্বাধীনতার ক্ষয়কে বাড়িয়ে তোলে’ এবং হংকংয়ের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে তথাকথিত ‘প্রশ্ন’ উত্থাপন করে।
কেন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োজন? হংকংয়ের জন্য এর মানে কী?
আজ, জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা গভীরভাবে বুঝতে হলে হংকংয়ের ‘বিল ঝড়ের’ সময় কেবল তথাকথিত ‘হংকংয়ের স্বাধীনতা’ এবং ক্রুদ্ধ ‘কালো সহিংসতার’ বিশৃঙ্খলার কথা স্মরণ করতে হবে। ২০২০ সালে, হংকং জাতীয় নিরাপত্তা আইন জারি করা হয়েছিল এবং বাস্তবায়িত হয়েছিল। হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য এটা একটি মৌলিক বিষয় হয়ে ওঠে।
এরপর তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। হংকং বিশৃঙ্খলা থেকে সুশাসন ও সমৃদ্ধির দিকে এগিয়ে গেছে। কিন্তু জাতীয় নিরাপত্তা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা এখনও জটিল ও গুরুতর। আইন পরিষদে হংকং জাতীয় নিরাপত্তা বিলের অনুমোদন ইতোমধ্যেই বাস্তবায়িত হংকং জাতীয় নিরাপত্তা আইনের সাথে সাংগঠনিকভাবে যুক্ত। এটি জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে হংকংয়ের ত্রুটিগুলো দূর করবে এবং সত্যিকার অর্থে হংকংয়ের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার মধ্য দিয়ে ‘এক দেশ, দুই ব্যবস্থা’য় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে।
তবে কয়েকজন পশ্চিমা ব্যক্তি তথাকথিত ‘অধিকার’ ও ‘স্বাধীনতা’র অজুহাতে আবার হংকং কার্ড খেলতে শুরু করেছেন। আন্তর্জাতিক অনুশীলন বিচার করলে দেখা যায়, বিশ্বের প্রায় সব দেশই নিরাপত্তা আইনকে অত্যন্ত গুরুত্ব দেয়। পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়া কঠোর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে ২১টি আইন এবং যুক্তরাজ্যে ১৪টি আইন রয়েছে। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ক্ষেত্রে এটি কীভাবে ‘অধিকার’ ও ‘স্বাধীনতা’কে প্রভাবিত করে? পশ্চিমের কয়েকজন লোকের মন্তব্যে এতটাই ‘দ্বৈত মান’ রয়েছে।