বাংলা

পশ্চিমের কেউ কেউ আবার হংকং কার্ড খেলছেন: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2024-03-21 17:08:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২১: গত মঙ্গলবার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন পরিষদ সর্বসম্মতিক্রমে ‘হংকং জাতীয় নিরাপত্তা রক্ষা’ বিল পাস করার এবং হংকং মৌলিক আইনের ২৩ ধারা কার্যকর হওয়ার পর ব্রিটিশ পররাষ্ট্র ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট ডেভিড ক্যামেরনসহ পশ্চিমের কিছু লোক এবং ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল হংকং জাতীয় নিরাপত্তা আইনের ওপর আক্রমণ চালাতে শুরু করেছে। তারা ‘স্বাধীনতার ক্ষয়কে বাড়িয়ে তোলে’ এবং হংকংয়ের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে তথাকথিত ‘প্রশ্ন’ উত্থাপন করে।

কেন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োজন? হংকংয়ের জন্য এর মানে কী?

আজ, জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা গভীরভাবে বুঝতে হলে হংকংয়ের ‘বিল ঝড়ের’ সময় কেবল তথাকথিত ‘হংকংয়ের স্বাধীনতা’ এবং ক্রুদ্ধ ‘কালো সহিংসতার’ বিশৃঙ্খলার কথা স্মরণ করতে হবে। ২০২০ সালে, হংকং জাতীয় নিরাপত্তা আইন জারি করা হয়েছিল এবং বাস্তবায়িত হয়েছিল। হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য এটা একটি মৌলিক বিষয় হয়ে ওঠে।

এরপর তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। হংকং বিশৃঙ্খলা থেকে সুশাসন ও সমৃদ্ধির দিকে এগিয়ে গেছে। কিন্তু জাতীয় নিরাপত্তা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা এখনও জটিল ও গুরুতর। আইন পরিষদে হংকং জাতীয় নিরাপত্তা বিলের অনুমোদন ইতোমধ্যেই বাস্তবায়িত হংকং জাতীয় নিরাপত্তা আইনের সাথে সাংগঠনিকভাবে যুক্ত। এটি জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে হংকংয়ের ত্রুটিগুলো দূর করবে এবং সত্যিকার অর্থে হংকংয়ের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার মধ্য দিয়ে ‘এক দেশ, দুই ব্যবস্থা’য় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে।

তবে কয়েকজন পশ্চিমা ব্যক্তি তথাকথিত ‘অধিকার’ ও ‘স্বাধীনতা’র অজুহাতে আবার হংকং কার্ড খেলতে শুরু করেছেন। আন্তর্জাতিক অনুশীলন বিচার করলে দেখা যায়, বিশ্বের প্রায় সব দেশই নিরাপত্তা আইনকে অত্যন্ত গুরুত্ব দেয়। পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়া কঠোর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে ২১টি আইন এবং যুক্তরাজ্যে ১৪টি আইন রয়েছে। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ক্ষেত্রে এটি কীভাবে ‘অধিকার’ ও ‘স্বাধীনতা’কে প্রভাবিত করে? পশ্চিমের কয়েকজন লোকের মন্তব্যে এতটাই ‘দ্বৈত মান’ রয়েছে।

উন্নয়নের জন্য নিরাপত্তা একটি পূর্বশর্ত। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন কেবল নিরাপত্তা নিশ্চিত করে না বরং উন্নয়নও রক্ষা করে। হংকংয়ে ফিনিশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান জাং নিয়ানশেং বলেন, ব্যবসায়িক কার্যক্রমের জন্য একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তা আইন শিল্প ও বাণিজ্যিক সম্প্রদায়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করবে।

মাতৃভূমি দ্বারা সমর্থিত এবং বিশ্বের সাথে সংযুক্ত হংকং সবসময় বিশ্বের সবচেয়ে মুক্ত ও উন্মুক্ত স্বাধীন অর্থনীতি। উপাত্তে দেখা যায়, হংকংয়ে ব্যবসা পরিচালনাকারী কোম্পানিগুলো, যাদের মূল কোম্পানি বিদেশে বা চীনের মূলভূখণ্ডে অবস্থিত এমন কোম্পানির সংখ্যা ২০২৩ সালে ৯ হাজার ৩৯-এ পৌঁছায়। এর আগের বছরের তুলনায় এ সংখ্যা ৬১ বেশি এবং করোনা মহামারীর আগের উচ্চ স্তরের সমান। ওই সময় স্টার্ট-আপের সংখ্যা ২৭০ বেড়ে প্রায় ৪ হজার ৩০০ হয়েছে, যা একটি নতুন রেকর্ড। ২০২৩ সালের শেষ নাগাদ হংকংয়ের মোট ব্যাঙ্ক আমানত বার্ষিক হারে প্রায় ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়। এ উপাত্ত থেকে প্রমাণিত হয়, হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর দেশি ও বিদেশি তহবিল এবং উদ্যোগগুলো এখনও হংকংয়ের ব্যবসায়িক পরিবেশের ওপর আস্থা রাখে। হংকং জাতীয় নিরাপত্তা আইনের বলবত হওয়ার কারণে সেখানে আরও স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ থাকবে এবং হংকংয়ে বিনিয়োগ ও ব্যবসা শুরু করার ক্ষেত্রে মানুষের আস্থা আরও বাড়বে।

চীনের জাতীয় ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’, গুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া নির্মাণ এবং ‘বেল্ট অ্যান্ড রোড’র উচ্চ-মানের যৌথ নির্মাণ ক্রমাগতভাবে হংকংয়ের উন্নয়নে গতি সঞ্চার করবে। এটা অনুমান করা যায়, আন্তর্জাতিক আর্থিক, শিপিং ও বাণিজ্যকেন্দ্র হিসাবে হংকংয়ের অবস্থান ভবিষ্যতে অটুট থাকবে এবং বিশ্বের সঙ্গে এর সংযোগ জোরদার হতে থাকবে। পশ্চিমা কয়েকজন ব্যক্তি হংকং কার্ড খেলতে চাইলেও হংকংয়ের উন্নয়নে বাধা দিতে পারবে না।

Share this story on

Messenger Pinterest LinkedIn