পশ্চিমের কেউ কেউ আবার হংকং কার্ড খেলছেন: সিএমজি সম্পাদকীয়
উন্নয়নের জন্য নিরাপত্তা একটি পূর্বশর্ত। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন কেবল নিরাপত্তা নিশ্চিত করে না বরং উন্নয়নও রক্ষা করে। হংকংয়ে ফিনিশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান জাং নিয়ানশেং বলেন, ব্যবসায়িক কার্যক্রমের জন্য একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তা আইন শিল্প ও বাণিজ্যিক সম্প্রদায়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করবে।
মাতৃভূমি দ্বারা সমর্থিত এবং বিশ্বের সাথে সংযুক্ত হংকং সবসময় বিশ্বের সবচেয়ে মুক্ত ও উন্মুক্ত স্বাধীন অর্থনীতি। উপাত্তে দেখা যায়, হংকংয়ে ব্যবসা পরিচালনাকারী কোম্পানিগুলো, যাদের মূল কোম্পানি বিদেশে বা চীনের মূলভূখণ্ডে অবস্থিত এমন কোম্পানির সংখ্যা ২০২৩ সালে ৯ হাজার ৩৯-এ পৌঁছায়। এর আগের বছরের তুলনায় এ সংখ্যা ৬১ বেশি এবং করোনা মহামারীর আগের উচ্চ স্তরের সমান। ওই সময় স্টার্ট-আপের সংখ্যা ২৭০ বেড়ে প্রায় ৪ হজার ৩০০ হয়েছে, যা একটি নতুন রেকর্ড। ২০২৩ সালের শেষ নাগাদ হংকংয়ের মোট ব্যাঙ্ক আমানত বার্ষিক হারে প্রায় ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়। এ উপাত্ত থেকে প্রমাণিত হয়, হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর দেশি ও বিদেশি তহবিল এবং উদ্যোগগুলো এখনও হংকংয়ের ব্যবসায়িক পরিবেশের ওপর আস্থা রাখে। হংকং জাতীয় নিরাপত্তা আইনের বলবত হওয়ার কারণে সেখানে আরও স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ থাকবে এবং হংকংয়ে বিনিয়োগ ও ব্যবসা শুরু করার ক্ষেত্রে মানুষের আস্থা আরও বাড়বে।
চীনের জাতীয় ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’, গুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া নির্মাণ এবং ‘বেল্ট অ্যান্ড রোড’র উচ্চ-মানের যৌথ নির্মাণ ক্রমাগতভাবে হংকংয়ের উন্নয়নে গতি সঞ্চার করবে। এটা অনুমান করা যায়, আন্তর্জাতিক আর্থিক, শিপিং ও বাণিজ্যকেন্দ্র হিসাবে হংকংয়ের অবস্থান ভবিষ্যতে অটুট থাকবে এবং বিশ্বের সঙ্গে এর সংযোগ জোরদার হতে থাকবে। পশ্চিমা কয়েকজন ব্যক্তি হংকং কার্ড খেলতে চাইলেও হংকংয়ের উন্নয়নে বাধা দিতে পারবে না।