চীনের বড় বাজার বিশ্বের জন্য বড় সুযোগ
মার্চ ১৮: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং উল্লেখ করেছেন যে: "আমাদের অবশ্যই বহির্বিশ্বে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রসারিত করতে হবে, শ্রম ও সহযোগিতার বৈশ্বিক শিল্প বিভাগে গভীরভাবে অংশগ্রহণ করতে হবে, দেশীয় ও আন্তর্জাতিক উভয় সম্পদের ভাল ব্যবহার করতে হবে এবং উন্নয়নের স্থান প্রসারিত করতে হবে।" চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নতুন যাত্রায় চীন উচ্চ স্তরে উন্মুক্তকরণের গতি প্রচার করেছে, উচ্চ-মানের উন্নয়নের নতুন গতি এবং নতুন সুবিধা তৈরি করেছে এবং বিশ্বের উভয়ের-জয় সহযোগিতার মধ্যে চীনা উদ্দীপনা যুক্ত করছে।
আজ, চীন বিশ্বের সঙ্গে অভূতপূর্ব গভীরতায় একীভূত হয়েছে।
গড়ে প্রতিদিন ১১৪.৪ বিলিয়ন ইউয়ান পণ্য চীন ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আমদানি ও রপ্তানি করা হয়। চীন টানা সাত বছর ধরে পণ্য বাণিজ্যে বিশ্বের বৃহত্তম দেশ থাকবে বলে আশা করা হচ্ছে, এর আন্তর্জাতিক রপ্তানি বাজারের শেয়ার প্রায় ১৪ শতাংশে স্থিতিশীল রয়েছে।
বিশ্বের সঙ্গে চীনের যোগাযোগ এখন এগিয়ে যাচ্ছে। ১৪ মার্চ, চীন ছয়টি দেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য পরীক্ষামূলক ভিসা-মুক্ত নীতি কার্যকর করেছে। দেশগুলো হলো- সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম ও লুক্সেমবুর্গ। চীন-থাইল্যান্ড পারস্পরিক ভিসা ছাড় চুক্তি আনুষ্ঠানিকভাবে এ মাসের ১ তারিখে কার্যকর হওয়ার পর এটি চীনের ভিসা-মুক্ত "বন্ধুবলয়ের" সম্প্রসারণ।
এখন পর্যন্ত, চীন ১৫৭টি দেশের সঙ্গে বিভিন্ন ধরনের পাসপোর্ট সম্পর্কিত পারস্পরিক ভিসা ছাড় চুক্তি স্বাক্ষর করেছে এবং ২৩টি দেশের সঙ্গে ব্যাপকভাবে পারস্পরিক ভিসা ছাড় বাস্তবায়ন করেছে। বিশ্ব আরও উন্মুক্ত ও আত্মবিশ্বাসী চীন দেখছে।