বাংলা

চীনের বড় বাজার বিশ্বের জন্য বড় সুযোগ

CMGPublished: 2024-03-18 14:17:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ১৮: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং উল্লেখ করেছেন যে: "আমাদের অবশ্যই বহির্বিশ্বে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রসারিত করতে হবে, শ্রম ও সহযোগিতার বৈশ্বিক শিল্প বিভাগে গভীরভাবে অংশগ্রহণ করতে হবে, দেশীয় ও আন্তর্জাতিক উভয় সম্পদের ভাল ব্যবহার করতে হবে এবং উন্নয়নের স্থান প্রসারিত করতে হবে।" চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নতুন যাত্রায় চীন উচ্চ স্তরে উন্মুক্তকরণের গতি প্রচার করেছে, উচ্চ-মানের উন্নয়নের নতুন গতি এবং নতুন সুবিধা তৈরি করেছে এবং বিশ্বের উভয়ের-জয় সহযোগিতার মধ্যে চীনা উদ্দীপনা যুক্ত করছে।

আজ, চীন বিশ্বের সঙ্গে অভূতপূর্ব গভীরতায় একীভূত হয়েছে।

গড়ে প্রতিদিন ১১৪.৪ বিলিয়ন ইউয়ান পণ্য চীন ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আমদানি ও রপ্তানি করা হয়। চীন টানা সাত বছর ধরে পণ্য বাণিজ্যে বিশ্বের বৃহত্তম দেশ থাকবে বলে আশা করা হচ্ছে, এর আন্তর্জাতিক রপ্তানি বাজারের শেয়ার প্রায় ১৪ শতাংশে স্থিতিশীল রয়েছে।

বিশ্বের সঙ্গে চীনের যোগাযোগ এখন এগিয়ে যাচ্ছে। ১৪ মার্চ, চীন ছয়টি দেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য পরীক্ষামূলক ভিসা-মুক্ত নীতি কার্যকর করেছে। দেশগুলো হলো- সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম ও লুক্সেমবুর্গ। চীন-থাইল্যান্ড পারস্পরিক ভিসা ছাড় চুক্তি আনুষ্ঠানিকভাবে এ মাসের ১ তারিখে কার্যকর হওয়ার পর এটি চীনের ভিসা-মুক্ত "বন্ধুবলয়ের" সম্প্রসারণ।

এখন পর্যন্ত, চীন ১৫৭টি দেশের সঙ্গে বিভিন্ন ধরনের পাসপোর্ট সম্পর্কিত পারস্পরিক ভিসা ছাড় চুক্তি স্বাক্ষর করেছে এবং ২৩টি দেশের সঙ্গে ব্যাপকভাবে পারস্পরিক ভিসা ছাড় বাস্তবায়ন করেছে। বিশ্ব আরও উন্মুক্ত ও আত্মবিশ্বাসী চীন দেখছে।

শুধুমাত্র চীন উন্মুক্ত হলেই আধুনিক চীন হয়ে উঠবে। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, সাধারণ সম্পাদক সি চিন পিং অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে, বহির্বিশ্বের সাথে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং বিশ্বের সাথে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করে নেওয়ার চীনের সংকল্প পরিবর্তন হবে না। তিনি বহুবার জোর দিয়ে বলেছেন যে, আমাদের উচিত বৃহত্তর পরিসরে, বিস্তৃত ক্ষেত্রে এবং গভীর স্তরে বহির্বিশ্বের জন্য একটি উচ্চ-স্তরের উন্মুক্তকরণ বাস্তবায়ন করা এবং একটি নতুন উচ্চ-স্তরের উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। গত বছরের শেষ দিকে কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনে জনাব সি চিন পিং আবারও গভীর সংস্কার এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, সামাজিক উত্পাদন শক্তির ক্রমাগত বিকাশ এবং সামাজিক জীবনীশক্তিকে উদ্দীপিত ও উন্নত করার জন্য সমন্বয় করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

বিশ্বকে ক্রমাগত উচ্চ স্তরের উন্মুক্ততার সঙ্গে সংযুক্ত করা চীনের দৃঢ় সিদ্ধান্ত। উন্মুক্তকরণ ব্যবস্থার একটি সিরিজ বাস্তবায়ন করা হয়েছে: বিদেশি বিনিয়োগ অ্যাক্সেসের জন্য জাতীয় নেতিবাচক তালিকা ৯৩টি আইটেম থেকে ৩১টি আইটেমে হ্রাস করা হয়েছে। উত্পাদন খাতে বিদেশি বিনিয়োগের উপর বিধিনিষেধ সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে, এবং পরিষেবা শিল্পের উন্মোচন এগিয়ে নেওয়া হয়েছে। ১৫টি পাইলট পরিকল্পনার সাত রাউন্ড চালু করা হয়েছে। চীনের সামগ্রিক শুল্ক স্তর বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রবেশের প্রতিশ্রুত ৯.৮ শতাংশ থেকে ৭.৩ শতাংশে নেমে এসেছে, যা উন্নয়নশীল দেশগুলির গড় স্তরের তুলনায় অনেক কম।

বর্তমান চীনে, উন্মুক্তকরণ আরও গভীরে অগ্রসর হচ্ছে। চীন পাঁচটি পাইলট অবাধ বাণিজ্য অঞ্চল এবং হাইনান অবাধ বাণিজ্য বন্দরে প্রাসঙ্গিক আন্তর্জাতিক উচ্চ-মানের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়মের একীকরণের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।

এটি ২৯টি দেশ এবং অঞ্চলের সাথে ২২টি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং উচ্চ-মানের অবাধ বাণিজ্য অঞ্চলের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তুলছে। "বেল্ট অ্যান্ড রোড"-এর যৌথ নির্মাণ একটি জনপ্রিয় আন্তর্জাতিক গণপণ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা দেড় শতাধিক দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেছে। চীন-ইউরোপ মালবাহী ট্রেন এবং নিউ ওয়েস্টার্ন ল্যান্ড-সি করিডোর চীনের মধ্য ও পশ্চিম অঞ্চলকে উন্মুক্তকরণের হাত ধরে "অগ্রগতির পথে" টেনে এনেছে।

আরও উন্মুক্ত চীন- চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বিশ্বের কাছে উভয়ে জয় সহযোগিতার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn