চীনের বড় বাজার বিশ্বের জন্য বড় সুযোগ
এটি ২৯টি দেশ এবং অঞ্চলের সাথে ২২টি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং উচ্চ-মানের অবাধ বাণিজ্য অঞ্চলের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তুলছে। "বেল্ট অ্যান্ড রোড"-এর যৌথ নির্মাণ একটি জনপ্রিয় আন্তর্জাতিক গণপণ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা দেড় শতাধিক দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেছে। চীন-ইউরোপ মালবাহী ট্রেন এবং নিউ ওয়েস্টার্ন ল্যান্ড-সি করিডোর চীনের মধ্য ও পশ্চিম অঞ্চলকে উন্মুক্তকরণের হাত ধরে "অগ্রগতির পথে" টেনে এনেছে।
আরও উন্মুক্ত চীন- চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বিশ্বের কাছে উভয়ে জয় সহযোগিতার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে।