বাংলা

বিশ্বব্যাপী প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি থাকবে চীন

CMGPublished: 2024-03-03 18:54:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

একটি উদ্ভাবন-চালিত মডেলের মাধ্যমে চীনের অর্থনৈতিক উত্তরণে আত্মবিশ্বাসী হয়ে সুইস আন্তর্জাতিক আর্থিক গোষ্ঠী গত বছর বেইজিংয়ে একটি সদর দফতর স্থাপন করে এবং চীনের প্রাণ-বিজ্ঞান এবং কৃষিতে বিনিয়োগের জন্য ১ বিলিয়ন ইউয়ান (১৪০ মিলিয়ন ডলার) মূল্যের দুটি প্রাইভেট ইকুইটি ফান্ড চালু করে।

ভিওলিয়া, চায়নার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হুয়াং শিয়াওচুন বলেন, ‘ফরাসি পরিবেশগত সমাধান প্রদানকারী প্রতিষ্ঠানটি চীনে তাদের উপস্থিতি বাড়াবে। লিয়াওনিং প্রদেশের তালিয়ানে একটি উন্নয়ন অঞ্চলের সাথে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির চুক্তি স্বাক্ষর চীনা বাজারের প্রতি কোম্পানিটির আস্থারই প্রতিফলন।’

চীন এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং এখনও বিশ্বের কারখানা, এ কথা উল্লেখ করে হুয়াং বলেন, উচ্চমানের উন্নয়নের জন্য দেশটির সাধনা, পরিবেশ সুরক্ষা, সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমনে ভিওলিয়াকে আরও বেশি সুযোগ করে দিয়েছে।

পিকিং ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ নিউ স্ট্রাকচারাল ইকোনমিক্সের ডিন জাস্টিন ইফু লিন, চায়না ডেইলির সাথে আগে এক একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি বিশ্বাস করেন চীনের অর্থনীতি এই বছর ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যার অর্থ দেশটি বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতির মধ্যে থাকবে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রাখবে।

এ ছাড়াও স্টারবাকস চায়নার সরকারী বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ক্রিতে চৌ বলেন, চীন যেহেতু বিদেশী বিনিয়োগকারীদের বিষয়ে তার নীতিগুলোর ক্রমাগত উন্নয়ন করছে, বিদেশী বিনিয়োগকারীদের জন্য পরিষেবাগুলোর ক্রমাগত মানোন্নয়ন করেছে, তাই এটা ভালো ফলাফল বয়ে আনছে।

চীনের বিপুল ভোগবাজারের দিকে ইঙ্গিত করে চৌ বলেন, ‘চীনে স্টারবাক্সের গল্প সবেমাত্র শুরু হয়েছে।’ কোম্পানিটি চীনে তার বিনিয়োগ বাড়াবে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn