বাংলা

‘১৪তম জাতীয় শীতকালিন গেমসে’র উদ্বোধন

CMGPublished: 2024-02-18 17:07:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিং স্পোর্ট ইউনিভার্সিটির ছাত্র এবং পারফর্মাররা ১০০ জনেরও বেশি লোকের একটি বর্গাক্ষেত্র গঠন করে এবং একসাথে ‘চীনা ক্রীড়া চেতনা কাব্য’ আবৃত্তি করে। যা নতুন যুগে চীনা ক্রীড়া চেতনার নতুন চেহারা উপস্থাপন করে এবং চীনা ক্রীড়ার নতুন অর্থকে তুলে ধরে।

বৃন্দ আবৃত্তি পরে, ১‌৪ জন যুবক মশাল নিয়ে ঘেরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে, যা চীনা ক্রীড়া চেতনার উত্তরাধিকার এবং বিকাশের প্রতীক।

মশাল জ্বালানোর অনুষ্ঠানের সবচেয়ে প্রত্যাশিত অংশটি প্রযুক্তিতে পরিপূর্ণ। শেষ মশাল বহনকারী "চৌদ্দ শীতকালিন গেমস" প্রতীকের স্টাইলে ইনডোর ইগনিশন ডিভাইসটি জ্বালিয়ে দেওয়ার পরে, ডিজিটাল আইস হকি খেলোয়াড়রা অবিলম্বে ‘আবির্ভূত’ হয়। পরবর্তীকালে, প্রধান মশাল প্রজ্বলন করা হয় এবং উষ্ণ করতালি এবং উল্লাস ঘটনাস্থল মুখরিইত করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn