বাংলা

‘১৪তম জাতীয় শীতকালিন গেমসে’র উদ্বোধন

CMGPublished: 2024-02-18 17:07:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অনেকটা জাতিগত উপাদানে পূর্ণ ছিল। যেমন বোকে, হুমাই, কাপ ও বোল নাচ, আন্দাই নাচ, মাথৌছিন ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানের ওয়ার্ম-আপ প্রোগ্রামে, ওরোকেন ‘বিমূর্ত সাংস্কৃতিক উত্তরাধিকার’ হারমোনিকার প্রদর্শন, আওলুগুইয়া ইওয়েনকি নৃত্য ‘বন্যের মধ্যে কাওকাওলে’ ইত্যাদি দর্শকদের চীনের চমতকার ঐতিহ্যবাহী সংস্কৃতির অনুভব দেয়।

ক্রীড়াবিদদের প্রবেশের সময়, প্রতিটি প্রদেশ, অঞ্চল এবং শহরের সাংস্কৃতিক রীতিনীতি এবং বেইজিংয়ের স্বর্গীয় মন্দির, ফুচিয়ান আর্থ বিল্ডিং, তিব্বতের পোতালা প্রাসাদসহ ল্যান্ডমার্ক উপাদানগুলো কাগজ কাটা, জাতীয় শৈলীর রঙিন চিত্রকলার মাধ্যমে বড় পর্দায় প্রদর্শিত হয়।

রেফারি এবং ক্রীড়াবিদরা যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, তখন ইনার মঙ্গোলিয়ার জনপ্রিয় গান যেমন ‘ওরোছুন লোক গান’ এবং ‘সুন্দর তৃণভূমি আমার বাড়ি’ শোনা যাচ্ছিল। দর্শকদের ঐতিহ্যগত এবং আধুনিক উপাদানগুলোর সংমিশ্রণের সৌন্দর্য অনুভব দিতে চমতকার আয়োজন ছিল।’

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn