বাংলা

‘১৪তম জাতীয় শীতকালিন গেমসে’র উদ্বোধন

CMGPublished: 2024-02-18 17:07:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ১৮: চীনের ১৪তম জাতীয় শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুনবুইর শহরে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে একটি জমকালো দৃশ্যপট তৈরি হয়, যা দর্শকদের অসামান্য অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিয়েছে।

ইনার মঙ্গোলিয়া আইস স্পোর্টস ট্রেনিং সেন্টার স্পিড স্কেটিং হলে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। সীমিত জায়গায় কীভাবে সমৃদ্ধ উপাদানগুলো প্রদর্শন করা যায়? এ ভাবনা থেকে উদ্বোধনী অনুষ্ঠানের দল বিভিন্ন ধরনের উদ্ভাবনমূলক স্ক্রিন এবং বৃত্তাকার প্রজেকশনের পাশাপাশি অগমেন্টেড রিয়েলিটি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ‘ছোট’ ভেন্যুটিকে ‘বড়’ মঞ্চে পরিণত করে।

মঞ্চের সামনে যেখানে ‘স্বর্গ এবং পৃথিবী একই বৃত্তে রয়েছে’, দর্শকরা কখনও কখনও নিজেকে বরফ ও তুষার জগতে নিমজ্জিত হবার অনুভূতি লাভ করেন, কখনও কখনও বিস্তীর্ণ তৃণভূমিতে হাঁটেন এবং ইনার মঙ্গোলিয়ার দুর্দান্ত পর্বত ও নদী এবং জাতিগত ঐক্যের দৃশ্য উপভোগ করেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn