বাংলা

চীন-ফ্রান্স সম্পর্কের ভিত্তি, দু’দেশের মানুষের গভীর বন্ধুত্ব ও সাংস্কৃতিক বন্ধন

CMGPublished: 2024-01-28 19:38:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ৫ জানুয়ারী হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে ২০২৪ সালের চীন-ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করে ভাস্কর্যগুলো উন্মোচন করেন ফরাসি পর্যটন মন্ত্রী অলিভিয়া গ্রেগোয়ার।

সি’র অভিনন্দন বার্তার প্রতিধ্বনি করে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ শনিবার তার বার্তায় বলেন যে, তিনি দ্বিপাক্ষিক অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং যুব বিনিময়কে উন্নীত করতে চীনা প্রেসিডেন্টের সাথে কাজ করার জন্য উন্মুখ। ফ্রান্স-চীনের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে ক্রমাগত গভীর করতে চান তিনি, যাতে উভয় পক্ষই আগামী ৬০ বছরের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন প্রাণশক্তি সঞ্চার করতে পারে।

এর আগে চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উদযাপনের জন্য বেইজিংয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে এক ভিডিও বক্তৃতায় প্রেসিডেন্ট সি দুই পক্ষকে সাংস্কৃতিক ও জনগণের মধ্যে আদান-প্রদান সম্প্রসারণ এবং দুই জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান। এ জন্য ফ্রান্সের সংস্কৃতি ও পর্যটন বছর এবং প্যারিস অলিম্পিক গেমসের সুযোগকে কাজে লাগানোর কথা বলেন তিনি।

২০২৩ সালের নভেম্বরে, বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-ফ্রান্স উচ্চ-স্তরের সংলাপ প্রক্রিয়ার ষষ্ঠ বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নথিতে স্বাক্ষর প্রত্যক্ষ করেন। শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, সাংস্কৃতিক পর্যটন এবং স্বাস্থ্যসহ ২০২৪ সালে দুই দেশের মধ্যে উচ্চ-মানের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের একটি তালিকা প্রকাশ করা হয় সে সময়।

প্যারিস ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে, চাইনিজ অলিম্পিক কমিটি ইভেন্ট চলাকালীন একটি ‘চায়না হাউস’ স্থাপন করবে, যাতে ক্রীড়া কৃতিত্ব প্রদর্শন, চীনা ক্রীড়া সংস্কৃতি প্রদর্শন এবং চীনা ও ফরাসি ক্রীড়া মহলের ক্রীড়াবিদদের মধ্যে পারস্পরিক বিনিময় হবে। এ সব কার্যক্রম প্যারিস অলিম্পিক গেমসে আরও আগ্রহ-উচ্ছ্বাস তৈরি করবে বলে মনে করেন ফ্রান্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লু শায়ে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn