বাংলা

হাংচৌ এশিয়ান গেমস প্রসঙ্গ

CMGPublished: 2023-10-02 17:01:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ২: হাংচৌ এশিয়ান গেমস ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কম্বোডিয়ায় চেচিয়াং জেনারেল চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান শি ইয়ং ফিং টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান দেখার সময় বলেন, ‘আমরা যতই দূরে থাকি না কেন, আমরা একে অপরকে চিনি; হাজার হাজার মাইল দূরের প্রতিবেশীর কবিতা শোনার সময় আমাদের চোখেও অশ্রু আসে। হাংচৌ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি যেন এমন এক কবিতা যা শক্তিশালী ও উষ্ণতায় ভরপুর। এতে প্রতিফলিত হয়েছে যে, চীন একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব নিয়ে গোটা এশিয়া ও বিশ্বের বন্ধুদের স্বাগত জানায়।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট হুয়ান আন্তোনিও সামারাঞ্চ সম্প্রতি বলেন, ‘আমার দৃষ্টিতে হাংচৌ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সহজ ও সম্প্রীতিময় ছিল। এটি যেকোনো অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সাথে তুলনীয় একটি দুর্দান্ত অনুষ্ঠান।’

এশিয়ান অলিম্পিক গেমস পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাজা রণধীর সিং বলেন, ‘আমি অনেক উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তবে এটি ছিল সেরা ও একটি অসাধারণ উদ্বোধনী অনুষ্ঠান।’

ইতিহাসের বৃহত্তম এশিয়ান গেমস হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জনকারী হাংচৌ গেমসের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা গত ১৯ সেপ্টেম্বর থেকেই চলছে। এ পর্যন্ত একাধিক ইভেন্টে একাধিক রেকর্ড হয়েছে; অনেক ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড ও এশিয়ান রেকর্ডও সৃষ্টি হয়েছে।

অংশগ্রহণকারী ক্রীড়াবিদরাও গেমসের আয়োজনে খুশি। চীনের তাইওয়ানের খেলোয়াড় সু ই স্যুয়ান বলেন, শাওসিং বেসবল (সফটবল) ক্রীড়া ও সংস্কৃতিকেন্দ্রের ব্যবস্থা খুবই ভালো। প্রশিক্ষণের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও এখানে গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn