বাংলা

হাংচৌ এশিয়ান গেমস প্রসঙ্গ

CMGPublished: 2023-10-02 17:01:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ২: হাংচৌ এশিয়ান গেমস ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কম্বোডিয়ায় চেচিয়াং জেনারেল চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান শি ইয়ং ফিং টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান দেখার সময় বলেন, ‘আমরা যতই দূরে থাকি না কেন, আমরা একে অপরকে চিনি; হাজার হাজার মাইল দূরের প্রতিবেশীর কবিতা শোনার সময় আমাদের চোখেও অশ্রু আসে। হাংচৌ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি যেন এমন এক কবিতা যা শক্তিশালী ও উষ্ণতায় ভরপুর। এতে প্রতিফলিত হয়েছে যে, চীন একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব নিয়ে গোটা এশিয়া ও বিশ্বের বন্ধুদের স্বাগত জানায়।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট হুয়ান আন্তোনিও সামারাঞ্চ সম্প্রতি বলেন, ‘আমার দৃষ্টিতে হাংচৌ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সহজ ও সম্প্রীতিময় ছিল। এটি যেকোনো অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সাথে তুলনীয় একটি দুর্দান্ত অনুষ্ঠান।’

এশিয়ান অলিম্পিক গেমস পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাজা রণধীর সিং বলেন, ‘আমি অনেক উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তবে এটি ছিল সেরা ও একটি অসাধারণ উদ্বোধনী অনুষ্ঠান।’

ইতিহাসের বৃহত্তম এশিয়ান গেমস হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জনকারী হাংচৌ গেমসের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা গত ১৯ সেপ্টেম্বর থেকেই চলছে। এ পর্যন্ত একাধিক ইভেন্টে একাধিক রেকর্ড হয়েছে; অনেক ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড ও এশিয়ান রেকর্ডও সৃষ্টি হয়েছে।

অংশগ্রহণকারী ক্রীড়াবিদরাও গেমসের আয়োজনে খুশি। চীনের তাইওয়ানের খেলোয়াড় সু ই স্যুয়ান বলেন, শাওসিং বেসবল (সফটবল) ক্রীড়া ও সংস্কৃতিকেন্দ্রের ব্যবস্থা খুবই ভালো। প্রশিক্ষণের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও এখানে গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে।

এশিয়ান অশ্বারোহী ফেডারেশনের মহাসচিব বদর মুহাম্মদ দরবেশ প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এবারের এশিয়ান গেমসের অশ্বারোহী প্রতিযোগিতাগুলো সফলভাবে আয়োজিত হয়েছে।

হাংচৌ এশিয়ান গেমস ইভেন্ট ফলাফল প্রকাশ, ইভেন্ট পরিচালনা, ও ইভেন্ট সমর্থন—এই তিনটি মূল ব্যবস্থা ছিল পুরোপুরি স্বয়ংক্রিয়। সঠিক, স্থিতিশীল ও রিয়েল-টাইম ইভেন্ট ফলাফল রিলিজ ব্যবস্থার ওপর নির্ভর করে, ফলাফল যাচাই করার পরের ৫ সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট তথ্যাদি প্রকাশ করা যেতে পারে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ইলারিও কর্না বলেন, হাংচৌ এশিয়ান গেমস ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে নতুন ইতিহাস গড়ে তুলেছে। এবারের এশিয়ান গেমস ভবিষ্যতে বড় মাপের ক্রীড়া ইভেন্টের জন্য সেরা উদাহরণ সৃষ্টি করেছে।

হাংচৌ এশিয়ান গেমসের সদর দফতর স্মার্ট আইওটি ও ভিআর প্যানোরামিক প্রযুক্তি দিয়ে স্টেডিয়ামের তথ্যের ত্রিমাত্রিক ও সমৃদ্ধ প্রদর্শনি করে। হাংচৌ এশিয়ান গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী মহাসচিব ও হাংচৌ শহরের ভাইস-মেয়র ছেন ওয়েই ছিয়াং বলেন, প্রতিযোগিতার বিভিন্ন খবরাখবর ও টিকিকের তথ্য দ্রুত যথাযথ প্লাটফর্মে প্রকাশ করা হচ্ছে।

‘নেপাল নিউজ’ পত্রিকার একজন সাংবাদিক এক বাক্যে হাংচৌ এশিয়ান গেমসের সময় তার সবচেয়ে আন্তরিক ও গভীর অনুভূতি প্রকাশ করেছেন এভাবে: এখানকার পরিষেবা আমাকে বাড়িতে থাকার অনুভূতি দিয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn