বাংলা

হাংচৌ এশিয়ান গেমস প্রসঙ্গ

CMGPublished: 2023-10-02 17:01:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এশিয়ান অশ্বারোহী ফেডারেশনের মহাসচিব বদর মুহাম্মদ দরবেশ প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এবারের এশিয়ান গেমসের অশ্বারোহী প্রতিযোগিতাগুলো সফলভাবে আয়োজিত হয়েছে।

হাংচৌ এশিয়ান গেমস ইভেন্ট ফলাফল প্রকাশ, ইভেন্ট পরিচালনা, ও ইভেন্ট সমর্থন—এই তিনটি মূল ব্যবস্থা ছিল পুরোপুরি স্বয়ংক্রিয়। সঠিক, স্থিতিশীল ও রিয়েল-টাইম ইভেন্ট ফলাফল রিলিজ ব্যবস্থার ওপর নির্ভর করে, ফলাফল যাচাই করার পরের ৫ সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট তথ্যাদি প্রকাশ করা যেতে পারে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ইলারিও কর্না বলেন, হাংচৌ এশিয়ান গেমস ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে নতুন ইতিহাস গড়ে তুলেছে। এবারের এশিয়ান গেমস ভবিষ্যতে বড় মাপের ক্রীড়া ইভেন্টের জন্য সেরা উদাহরণ সৃষ্টি করেছে।

হাংচৌ এশিয়ান গেমসের সদর দফতর স্মার্ট আইওটি ও ভিআর প্যানোরামিক প্রযুক্তি দিয়ে স্টেডিয়ামের তথ্যের ত্রিমাত্রিক ও সমৃদ্ধ প্রদর্শনি করে। হাংচৌ এশিয়ান গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী মহাসচিব ও হাংচৌ শহরের ভাইস-মেয়র ছেন ওয়েই ছিয়াং বলেন, প্রতিযোগিতার বিভিন্ন খবরাখবর ও টিকিকের তথ্য দ্রুত যথাযথ প্লাটফর্মে প্রকাশ করা হচ্ছে।

‘নেপাল নিউজ’ পত্রিকার একজন সাংবাদিক এক বাক্যে হাংচৌ এশিয়ান গেমসের সময় তার সবচেয়ে আন্তরিক ও গভীর অনুভূতি প্রকাশ করেছেন এভাবে: এখানকার পরিষেবা আমাকে বাড়িতে থাকার অনুভূতি দিয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn