চীন ও বাংলাদেশ: ‘হৃদয় থেকে হৃদয়ে, ভবিষ্যতে’
নিবন্ধের একটি আবেগঘন অংশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশি কিশোরী আলিফা চীনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রেসিডেন্ট সি চিনপিং আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে তার চিঠির জবাব দিয়েছেন। এ থেকে চীনের শীর্ষ নেতৃত্ব যে দু’দেশের জনগণের মধ্যে অধিকতর যোগাযোগকে উৎসাহিত করে তা প্রমাণিত হয় বলে উল্লেখ করেন তিনি।
চীনের হাংচৌতে চলমান এশিয়ান গেমসের কথা উল্লেখ করে নিবন্ধের শেষ অংশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন লিখেছেন, এ গেমসে প্রতিপাদ্য ‘হুদয় থেকে হৃদয়ে, ভবিষ্যতে’র মতোই চীন এবং বাংলাদেশ হৃদয় থেকে হৃদয়ে এবং হাতে হাতে রেখে পথ চলবে। এর মাধ্যমে চীনা জাতির মহান জাতির পুনরুজ্জীবন এবং বাংলাদেশের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।
মাহমুদ হাশিম
ঢাকা স্টেশন, চীন আন্তর্জাতিক বেতার।