বাংলা

নতুন সাংস্কৃতিক দায়িত্ব পালন এবং আধুনিক চীনা সভ্যতা গড়তে হবে: সি চিন পিং

CMGPublished: 2023-08-08 15:52:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাস্ট ৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীনা-শৈলীর আধুনিকীকরণে বস্তুগত সভ্যতা ও আধ্যাত্মিক সভ্যতা সমন্বয় করা হয়। এ বছর তিনি প্রথমবারের মত বিশ্ব সভ্যতা প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। এটি একটি শক্তিশালী সাংস্কৃতিক দেশ গঠন এবং মানবসমাজের আধুনিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয়ে কথা বলব।

গত ২ জুন সি চিন পিং সংস্কৃতি উত্তরাধিকার ও উন্নয়ন সেমিনারে দেওয়া তাঁর গুরুত্বপূর্ণ ভাষণে চীনা সংস্কৃতির উত্তরাধিকার ও উন্নয়ন সম্পর্কিত প্রধান তাত্ত্বিক ও ব্যবহারিক ইস্যুর একটি বিস্তৃত, পদ্ধতিগত ও গভীর পর্যালোচনা করেছেন। তিনি বলেন, নতুন যুগে সংস্কৃতির সমৃদ্ধি জোরদার করতে হবে, শক্তিশালী সাংস্কৃতিক দেশ গড়ে তুলতে হবে এবং চীনা জাতির আধুনিক সভ্যতা প্রতিষ্ঠা করতে হবে। এটি হলো নতুন যুগে আমাদের নতুন সাংস্কৃতিক দায়িত্ব।

এ বছর সি চিন পিং বহুবারের মত বিভিন্ন স্থানে গিয়ে ঐতিহ্যবাহী সংস্কৃতির সুরক্ষা ও উত্তরাধিকার বিষয় পরিদর্শন করেছেন।

গত মে মাসে শানসি প্রদেশের ইউনছেং শহর জাদুঘর পরিদর্শন করার সময় তিনি বলেন, জাদুঘরে অনেক মূল্যবান সাংস্কৃতিক অবশেষ, এমনকি ‘জাতীয় সম্পদ’ প্রমাণ করে যে আমাদের দেশে কোটি কোটি বছরের মানুষের ইতিহাস, ১০ হাজার বছরের সংস্কৃতির ইতিহাস এবং পাঁচ হাজার বছরেরও প্রাচীন সভ্যতার ইতিহাস রয়েছে। চীনা সভ্যতার উৎপত্তিকে গভীরভাবে অন্বেষণ করার প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং চীনা সভ্যতার ইতিহাসের গবেষণা আরও গভীরে নিয়ে যেতে হবে।

গত জুন মাসের শুরুতে সাংস্কৃতিক উত্তরাধিকার ও উন্নয়ন সেমিনার উপলক্ষে সি চিন পিং পৃথক পৃথকভাবে চীনের জাতীয় সংস্করণ জাদুঘর ও চীনা ইতিহাস একাডেমি পরিদর্শন করেছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn