বাংলা

নতুন সাংস্কৃতিক দায়িত্ব পালন এবং আধুনিক চীনা সভ্যতা গড়তে হবে: সি চিন পিং

CMGPublished: 2023-08-08 15:52:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা ইতিহাস একাডেমির চীনা প্রত্নতত্ত্ব জাদুঘরে সি চিন পিং বলেন, চীনা সভ্যতার দীর্ঘ ইতিহাস জানা ও চীনা সংস্কৃতির গভীরতা উপলব্ধি করা প্রত্নতত্ত্বের অবিচ্ছেদ্য বিষয়।

গত জুলাই মাসে চিয়াংসু প্রদেশ পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, চীনা জাতির আধুনিক সভ্যতা গড়ে তোলা হলো চীনা শৈলীর আধুনিকায়নের প্রয়োজনীয় দায়িত্ব এবং সমাজতান্ত্রিক চেতনা ও সভ্যতার গুরুত্বপূর্ণ বিষয়।

গত জুলাই মাসের শেষ দিকে সি চিন পিং সিছুয়ান ও শায়ানসি প্রদেশ পরিদর্শন করেছিলেন। ইতিহাস ও সংস্কৃতির উত্তরাধিকারগুলো পরিদর্শন করা ছিল এ সফররে প্রধান বিষয়।

চীনা-শৈলীর আধুনিকায়ন চীনা সভ্যতাকে আধুনিকতার শক্তি দিয়েছে। চীনা সভ্যতার গভীর ভিত্তি চীনা-শৈলীর আধুনিকায়নকে সমর্থন করে। মানুষের আধ্যাত্মিক জগতকে সমৃদ্ধ করার পাশাপাশি মানবসভ্যতার একটি নতুন রূপ তৈরি করাও চীনা ধাঁচের আধুনিকায়নের একটি অপরিহার্য প্রয়োজন।

গত ১৫ মার্চ বেইজিংয়ে আয়োজিত চীনা কমিউনিস্ট পার্টি ও বিশ্বের রাজনৈতিক পার্টিগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপে সি চিন পিং ‘যৌথভাবে আধুনিকায়ন গড়ে তোলা’ শীর্ষক ভাষণ দেন। তিনি বলেন, চীনা শৈলীর আধুনিকায়ন হলো একটি শক্তিশালী দেশ ও জাতীয় পুনর্জাগরণ গঠনের রাস্তা এবং মানবজাতি ও বিশ্বের সঙ্গে চীনের অভিন্ন কল্যাণ অর্জনের প্রয়োজনীয় পথ। ভাষণে তিনি পুনরায় বিশ্ব সভ্যতার প্রস্তাব উল্লেখ করেছেন। তিনি যৌথভাবে বিশ্ব সভ্যতার বৈচিত্র্যের প্রতি সম্মানের প্রস্তাব, মানবজাতির অভিন্ন কল্যাণকর উন্নয়ন, যৌথভাবে সভ্যতার উত্তরাধিকার উদ্ভাবনের গুরুত্বকে সমর্থন দেওয়া এবং যৌথভাবে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা উন্নত করার কথা বলেছেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn