বাংলা

মার্কিন হস্তক্ষেপ এশিয়া-প্যাসিফিকের স্থিতিশীলতা ক্ষুণ্ণ করবে: শাংরি-লা সংলাপ বিশেষজ্ঞ অভিমত

CMGPublished: 2023-06-04 19:13:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শাংরি-লা ডায়ালগের কর্মকর্তা ও পণ্ডিতদের মতে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কূটনৈতিক প্রচেষ্টা দক্ষিণ-পূর্ব এশিয়ায় শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি তৈরি করছে, যা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সমালোচকরা সতর্ক করেছেন যে এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে একটা ছোট বৃত্ত তৈরি করতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করবে।

সরকারি সংস্থা ইন্দোনেশিয়া ন্যাশনাল রেজিলিয়েন্স ইনস্টিটিউটের গভর্নর অ্যান্ডি উইডজাজান্তো বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমরা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আসিয়ান কেন্দ্রিকতার উপর নির্ভর করি। কিন্তু হঠাৎ করেই অন্য ধরনের বহুপক্ষীয়তা তৈরি করার জন্য অনেক কূটনৈতিক প্রচেষ্টা চলছে, আমরা একে মিনিপার্টারালিজম বলি। এর বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অংশীদারদের দ্বারা শুরু হয়েছে, তাই আমরা অনুভব করছি যে অঞ্চলটি শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে’।

কোনো কোনো বিশেষজ্ঞ বলেছেন, তারা বিশ্বাস করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাবাদ এবং সুরক্ষাবাদ প্রচার করতে চাইছে এবং এটি ‘চীনা হুমকি’ তত্ত্বকে অতিরঞ্জিত করছে।

সিঙ্গাপুরভিত্তিক থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো অ্যালান চং বলেন, ‘কেন আপনি চীনের সাথে একটি খুব স্বাস্থ্যকর সম্পর্ক বিপর্যস্ত করতে চান? আমি মনে করি এশিয়ার অনেক অংশ, যদি আপনি বস্তুনিষ্ঠভাবে দেখেন, উদাহরণ হিসেবে আপনি যদি কেবলমাত্র সাপ্লাই চেইনকেই দেখেন, এশিয়ার প্রত্যেকে চীনের প্রতি কৃতজ্ঞ হবে। কারণ চীন এশিয়ার প্রতিটি দেশের সাথে অত্যন্ত উৎপাদনশীল সহযোগিতায় কাজ করেছে এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও’।

শাং-রি লা সংলাপে চীনের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেছেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদা ব্যবস্থা রয়েছে, তবে এ পার্থক্য দেশ দুটির অভিন্ন স্বার্থে সহযোগিতা জোরদারে কোনো বাধা নয়

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn