‘রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল’-এর শততম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিবন্ধীদের অবস্থা পরিবর্তনে চীনের প্রচেষ্টা
রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান চাং হাই তি বলেন, প্রতিবন্ধীরা হচ্ছেন সমাজ নামক পরিবারের সমান সদস্য। তাই, তাদের সমানভাবে নানান কাজে অংশগ্রহণের অধিকার এবং সার্বিক উন্নয়নের অধিকার নিশ্চিত করা উচিত। তবে, বর্তমানে প্রবীণ লোকের সংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কুফল, এবং ডিজিটাল বিভাজনসহ নানা সমস্যার কারণে, সমাজে প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ ও ব্যাপক উন্নয়ন চ্যালেঞ্জের সম্মুখীন। এক্ষেত্রে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় তিনি তিন-দফা প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন,
“প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সমাজের মনোযোগ আরও বাড়াতে, প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্লাটফর্ম প্রতিষ্ঠা করতে, এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিবন্ধীবিষয়ক কর্মকাণ্ডকে সমর্থন করতে হবে।”