বাংলা

‘রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল’-এর শততম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিবন্ধীদের অবস্থা পরিবর্তনে চীনের প্রচেষ্টা

CMGPublished: 2023-05-22 15:51:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি বলেন,

“বিশেষ করে, ম্যাডাম চাং হাই তি রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে, চীনের প্রতিবন্ধী ফেডারেশন এবং রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের মধ্যে সহযোগিতার ও বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নত ও সুসংহত হয়েছে ও হচ্ছে। রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের অনেক সদস্য-সংস্থার প্রতিনিধিরা চীন সফর করেছেন এবং চীনের প্রতিবন্ধী শিল্পের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। ফলে, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধীদের মানসিক যোগাযোগ ঘনিষ্ঠতর হয়েছে। চীনের প্রতিবন্ধী ফেডারেশন এবং বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধী ফেডারেশন রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের কার্যক্রমে ও প্রকল্পে যে আরো বেশি করে অংশগ্রহণ করেছে, তা রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের সৃজনশীল উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিবন্ধীদের বিষয়ে চীনের অবদানস্বরূপ।”

চীনে ৮ কোটি ৫০ লাখ প্রতিবন্ধী রয়েছেন। বছরের পর বছর ধরে, চীনের প্রতিবন্ধী ফেডারেশন প্রতিবন্ধীদের অবস্থার পরিবর্তনে এবং প্রতিবন্ধীদেরকে নিরঙ্কুশ দারিদ্র্য থেকে মুক্ত করতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে আসছে। তা ছাড়া, প্রতিবন্ধী নারী ও শিশুদের স্বার্থ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে চীন। ফলে, চীনের প্রতিবন্ধীদের বিভিন্ন অধিকার ও স্বার্থ আরও ভালোভাবে রক্ষিত হচ্ছে এবং তাঁরা আরও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারছেন। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিটি বা এসকাপের উন্নয়বিষয়ক বিভাগের প্রধান শ্রিনিবাস টাটা বলেন,

“চীনের প্রতিবন্ধী ফেডারেশন শুধুমাত্র চীনের প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে না, বরং এসকাপের এশিয়া-প্যাসিফিক ডিকেড অফ পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিজ ট্রাস্ট ফান্ডে অনুদান দেওয়ার মাধ্যমে অন্য দেশের প্রতিবন্ধীদের উন্নয়নেও অবদান রাখছে। আমরা চীনের প্রতিবন্ধী ফেডারেশন, রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল এবং অন্যান্য প্রতিবন্ধী সংস্থা, সরকারি সংস্থা এবং বেসরকারি বিভাগের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে আগ্রহী।”

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn