বাংলা

‘রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল’-এর শততম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিবন্ধীদের অবস্থা পরিবর্তনে চীনের প্রচেষ্টা

CMGPublished: 2023-05-22 15:51:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২২: গতকাল (রোববার) ছিল ‘৩৩তম জাতীয় প্রতিবন্ধী সহায়তা দিবস’। একই দিন ‘রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল-এর শততম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বেইজিংয়ে আয়োজিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শত বছর ধরে আন্তর্জাতিক প্রতিবন্ধীবিষয়ক উন্নয়ন-কার্যক্রমে অর্জিত সাফল্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক প্রতিবন্ধীদের অবস্থার পরিবর্তনে চীনা সরকারের বিভিন্ন ইতিবাচক প্রচেষ্টা তুলে ধরা হয়।

রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান চাং হাই তি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সমাজের মনোযোগ বাড়াতে, উন্নয়নশীল দেশগুলোর প্রতিবন্ধীদের অবস্থার ইতিবাচক পরিবর্তনের ওপর অধিক গুরুত্ব দিতে, এবং প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা প্রতিবন্ধীদের অধিকার রক্ষা এবং তাদের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের সমর্থনে, রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল ‘গ্লোবাল ডিসঅ্যাবিলিটি অ্যাফেয়ার্স ডেভেলপমেন্ট ফান্ড’ এবং ‘আফ্রিকা ফান্ড’ প্রতিষ্ঠা করেছে এবং প্রতিবন্ধীদের জীবিকার সুবিধার জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৩০টিরও বেশি সহযোগিতামূলক প্রকল্প চালু করেছে।

চীনের প্রতিবন্ধী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান চৌ ছাংখুই বলেন, রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে, চীনের প্রতিবন্ধী ফেডারেশন এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আন্তর্জাতিক প্রতিবন্ধী বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে এবং রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের সৃজনশীল উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিবন্ধীদের উন্নয়নে চীনা অবদান রাখে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn