চীন-মধ্যএশিয়া সহযোগিতা: বিআরআই উদ্যোগে পুনরুজ্জীবিত প্রাচীন সিল্ক রোড
কাজাখস্তান টুডে নিউজ এজেন্সির মহাপরিচালক এবং এডিটর-ইন-চিফ তৈমুর কুভাতভ বলেন, প্রেসিডেন্ট সি’র বিআরআই উদ্যোগ খুবই ফলপ্রসূ হয়েছে। প্রাচীন সিল্করোডের চেতনাকে পুনরুজ্জীবনের মাধ্যমে নতুন বিআরআই উদ্যোগ ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আন্তর্জাতিক উন্নয়নে অবদান রাখছে। মাধ্যএশিয়া অঞ্চলে বসবাসকারীসহ বিশ্বের সকল মানুষের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিআরই উদ্যোগের উজ্জ্বল সফলতার আলোকে প্রেসিডেন্ট সি শীর্ষ বৈঠকে মধ্যএশিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে আবা্রও উদাত্ত আহ্বান জানান, ‘আসুন আমরা অভিন্ন উন্নয়ন, অভিন্ন সমৃদ্ধির জন্য একসাথে কাজ করি এবং একটি উজ্জ্বল ভবিষ্যতকে আলিঙ্গন করি’।
মাহমুদ হাশিম
ঢাকা স্টেশন, চীন আন্তর্জাতিক বেতার।