প্যারিস অলিম্পিক গেমসে স্বর্ণজয়ী চীনা ক্রীড়াবিদদের কথা
চীনের থিয়ানচিন মহানগরের নানখাই বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্যারিস অলিম্পিক গেমসের চীনা চ্যাম্পিয়নদের স্বাগত জানিয়ে সরগরম ও আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্যারিস অলিম্পিক গেমসের পিংপং নারী একক চ্যাম্পিয়ন ও পিংপং নারী গ্রুপের চ্যাম্পিয়ন ছেন মেং শিক্ষার্থীদের সাথে দেখা করেন। তাঁরা বলেন, ‘পড়াশোনার পথে নানান সমস্যা বা কষ্টের মধ্যেও, তোমাদেরকে সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে।’
প্যারিস অলিম্পিক গেমসে পুরুষ ১০০ মিটার ফ্রিস্টাইল চ্যাম্পিয়ন এবং পুরুষ ৪ গুণীতক ১০০ মিটার মিডলে রিলে চ্যাম্পিয়ন পান চান ল্য ছাত্রছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়। যখন তিনি সবার সাথে দেখা করেন, তখন শিক্ষার্থীরা চিত্কার করে তাকে স্বাগত জানায়।
পান সবাইকে বলেন, ১০০ বছর আগে নানখাই বিশ্ববিদ্যালয়ের তত্কালীন প্রেসিডেন্ট অধ্যাপক চাং পো লিং চীনাদের অলিম্পিক গেমসে অংশগ্রহণ নিয়ে ৩টি প্রশ্ন করেছিলেন, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চীনাদের উত্সাহ দিয়েছে। পান আরও বলেন, শত বছর পর চীনা যুবক-যুবতীরা আত্মবিশ্বাসের সাথে বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করতে সক্ষমতা অর্জন করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে ও হচ্ছে!