বাংলা

চীনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষার্থীদের আকর্ষণ করছে

CMGPublished: 2024-08-26 15:30:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশেষজ্ঞদের দৃষ্টিতে, কারিগরি বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হল, সংশ্লিষ্ট কারিগরি অনুশীলন ও কর্মদক্ষতার প্রশিক্ষণ। চীনের কুয়াংতুং হালকা শিল্প ও প্রযুক্তি কারিগরি বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স মেকানিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিভাগের উদাহরণ দিয়ে বলা যায়, এর মূল প্রশিক্ষণ বিষয় প্রক্রিয়াকরণ প্লাস পরিষেবার কর্মদক্ষতার উন্নয়ন, তাতে গবেষণা ও উদ্ভাবন, পরীক্ষা ও পরিদর্শন এবং বিক্রয়োত্তর সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি বিভাগের শিক্ষক চাং পাও ছাং বলেন, কারিগরি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে পেশাদার জ্ঞান, পেশাদারিত্ব আর প্রযুক্তিগত কর্মদক্ষতার ধারাবাহিক প্রশিক্ষণের ওপর নজর রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব অনুশীলন আর তাত্ত্বিক জ্ঞান বুঝতে সক্ষম হয়।

হারবিন কারিগরি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির শিক্ষক সুন ফু ছাই বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তব সমস্যা মোকাবিলার দক্ষতার প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে, তা সহজভাবে বাস্তবায়ন করা ও কার্যকরভাবে সমস্যা মোকাবিলা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চীনের শিল্প উন্নয়ন ও অর্থনৈতিক কাঠামোর দ্রুত সমন্বয়ের প্রেক্ষাপটে, বিভিন্ন শিল্পে দক্ষ ও শ্রেষ্ঠ প্রযুক্তিবিদের চাহিদা দিন দিন বাড়ছে। তাই চীনের বিভিন্ন এলাকায় উচ্চ পর্যায়ের দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

২০২১ সালে চীনের রাষ্ট্রীয় পরিষদ প্রকাশিত ‘আধুনিক কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন পরামর্শ’ শীর্ষক নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালে চীনের কারিগরি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ভর্তির হার কারিগরি কলেজের ভর্তির সংখ্যার ১০ শতাংশের চেয়ে কম হবে না। এ থেকে বোঝা যায়, চীনের কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি পাবে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn